গাজা যুদ্ধে ইসরাইলি সেনা নিহতের সংখ্যা বেড়ে ৪শ ৫৯-য়ে দাঁড়িয়েছে
https://parstoday.ir/bn/news/west_asia-i132242-গাজা_যুদ্ধে_ইসরাইলি_সেনা_নিহতের_সংখ্যা_বেড়ে_৪শ_৫৯_য়ে_দাঁড়িয়েছে
আরো ৫ সেনার মৃত্যুর সত্যতা নিশ্চিত করেছে ইসরাইলি সেনা কর্তৃপক্ষ। এ নিয়ে ইসরাইলি সেনাবাহিনীর ঘোষণা অনুযায়ী গাজা যুদ্ধে তাদের নিহত সেনাদের সংখ্যা বেড়ে ৪শ ৫৮তে দাঁড়িয়েছে।
(last modified 2025-07-29T12:16:04+00:00 )
ডিসেম্বর ১৮, ২০২৩ ১৬:৩৬ Asia/Dhaka
  • গাজা যুদ্ধে ইসরাইলি সেনা নিহতের সংখ্যা বেড়ে ৪শ ৫৯-য়ে দাঁড়িয়েছে

আরো ৫ সেনার মৃত্যুর সত্যতা নিশ্চিত করেছে ইসরাইলি সেনা কর্তৃপক্ষ। এ নিয়ে ইসরাইলি সেনাবাহিনীর ঘোষণা অনুযায়ী গাজা যুদ্ধে তাদের নিহত সেনাদের সংখ্যা বেড়ে ৪শ ৫৮তে দাঁড়িয়েছে।

ফার্স বার্তা সংস্থা আরও জানিয়েছে ইসরাইলি সেনাবাহিনী আজ (সোমবার) একটি বিবৃতি দিয়েছে। ওই বিবৃতিতে বলা হয়েছে গাজা যুদ্ধের সূচনা থেকে এ পর্যন্ত তাদের ৪৫৯ সেনা নিহত হয়েছে। সেইসঙ্গে গাজায় স্থলযুদ্ধে ফিলিস্তিনি যোদ্ধাদের হাতে তাদের ১২৬ সেনা নিহত হয়েছে।

ইসরাইলি সেনা মুখপাত্র গত রাতে স্বীকার করেছেন তাদের সেনারা গাজা যুদ্ধের চরম ক্লান্তিতে ভুগছে এবং তাদের কেউ কেউ দেড় মাস ধরে যুদ্ধক্ষেত্রে রয়েছে।

হিব্রু ভাষার ইসরাইলি দৈনিক মা'আরিভ শনিবার একটি প্রতিবেদন করেছে। ওই প্রতিবেদনে লেখা হয়েছে: ৭০ দিন ধরে যুদ্ধের পরও হামাসের পরাজয়ের কোনো লক্ষণই দেখা যায় নি। পরিস্থিতি দেখে মনে হচ্ছে হামাসের বিরুদ্ধে যুদ্ধ দীর্ঘ সময় ধরে চলবে।

অপরদিকে ইসরাইলের অভ্যন্তরে ইহুদিবাদী প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু এবং সেনাবাহিনীর বিরুদ্ধে সমালোচনার মাত্রা তীব্রতর হয়েছে। বিশেষ করে শুক্রবার গাজায় ৩ ইসরাইলি বন্দিকে অন্যায়ভাবে হত্যার ঘটনায় বন্দি পরিবারগুলো ভীষণভাবে ক্ষুব্ধ হয়ে উঠেছে।#

পার্সটুডে/এনএম/১৮

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।