আনসারুল্লাহ নেতার মন্তব্য
লোহিত সাগরে আমেরিকার সঙ্গে যুদ্ধ করতে আগ্রহী ইয়েমেনের সশস্ত্র বাহিনী
-
বুখাইতি
ইয়েমেনের হুথি আনসারুল্লাহ আন্দোলনের পলিটব্যুরোর সদস্য মুহাম্মাদ আল বুখাইতি বলেছেন, ন্যাশনাল সালভেশন সরকার সমর্থিত সামরিক বাহিনী লোহিত সাগরে আমেরিকার সঙ্গে যুদ্ধ করার জন্য আগ্রহী। গতকাল (শুক্রবার) তিনি এই ঘোষণা দেন।
মুহাম্মদ আল-বুখাইতি বলেন, “শত্রুদের জন্য আমাদের বার্তা হচ্ছে ইয়েমেনের সশস্ত্র বাহিনী প্রধান শত্রু আমেরিকার সঙ্গে যুদ্ধ করার জন্য অপেক্ষা করছে।”
ইয়েমেনের এ কর্মকর্তা আরো বলেন, মার্কিন নেতৃত্বাধীন টাস্কফোর্সের বিরুদ্ধে ইয়েমেনের সামরিক বাহিনী নৈতিক দিক দিয়ে বিজয়ী হয়েছে, শত্রুরা ইয়েমেনের ওপর হামলা চালালে সেই যুদ্ধেও সানা বিজয়ী হবে।
তিনি বলেন, “যদি মার্কিন যুদ্ধজাহাজ ইয়েমেনে হামলা চালায় তাহলে সরাসরি তাদেরকেও লক্ষ্যবস্তুতে পরিণত করা হবে এবং আমরা আশা করি এই সিদ্ধান্তের ভয়াবহতা সম্পর্কে আমেরিকা সতর্ক আছে।”#
পার্সটুডে/এসআইবি/৩০
বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।