ইসরাইল এ পর্যন্ত ৬৫ হাজার টন ক্ষেপণাস্ত্র ও বোমা ফেলেছে
https://parstoday.ir/bn/news/west_asia-i132966-ইসরাইল_এ_পর্যন্ত_৬৫_হাজার_টন_ক্ষেপণাস্ত্র_ও_বোমা_ফেলেছে
ইহুদিবাদী ইসরাইল চলমান যুদ্ধে অবরুদ্ধ গাজা উপত্যকার ওপর গণহত্যা ও মানবতাবিরোধী অপরাধ চালাতে অন্তত ৬৫ হাজার টন ক্ষেপণাস্ত্র ও বোমা ব্যবহার করেছে। গাজার সরকারি গণমাধ্যম অফিস বা জিএমও গতকাল (বৃহস্পতিবার) এই তথ্য সরবরাহ করেছে।
(last modified 2025-07-29T12:16:04+00:00 )
জানুয়ারি ০৫, ২০২৪ ১৪:৫৪ Asia/Dhaka
  • গাজায় ধ্বংসযজ্ঞ
    গাজায় ধ্বংসযজ্ঞ

ইহুদিবাদী ইসরাইল চলমান যুদ্ধে অবরুদ্ধ গাজা উপত্যকার ওপর গণহত্যা ও মানবতাবিরোধী অপরাধ চালাতে অন্তত ৬৫ হাজার টন ক্ষেপণাস্ত্র ও বোমা ব্যবহার করেছে। গাজার সরকারি গণমাধ্যম অফিস বা জিএমও গতকাল (বৃহস্পতিবার) এই তথ্য সরবরাহ করেছে।

এতে বলা হয়েছে, ইহুদিবাদী বাহিনী বিমান থেকে বিশাল আকারের ক্ষেপণাস্ত্র ও বোমা ফেলেছে ৪৫ হাজার টনের বেশি যেগুলোর মধ্যে কোন কোন বোমার ওজন দুই হাজার পাউন্ডের বেশি। এর মধ্যদিয়ে মূলত তারা পুরো গাজা উপত্যকার বসতবাড়ি মাটির সাথে মিশে দেয়ার চেষ্টা করেছে।

জিএমও থেকে যে তথ্য প্রকাশ করা হয়েছে তাতে বলা হয়, ইহুদিবাদী ইসরাইল এ পর্যন্ত সাকুল্য ৬৫ হাজার টনের বেশি ক্ষেপণাস্ত্র ও বোমা কিংবা বিস্ফোরক ব্যবহার করেছে যার শক্তি জাপানের হিরোশিমা শহরে মার্কিন বাহিনীর ব্যবহার করা পরমাণু বোমার মতো তিনটি বোমার সমান।

গত সাত অক্টোবর থেকে ইহুদিবাদী ইসরাইল গাজা উপত্যকায় বর্বর গণহত্যা চালিয়ে আসছে। এতে এ পর্যন্ত ২৪ হাজার দুইশ ফিলিস্তিনি শহীদ হয়েছেন। গাজার গণমাধ্যম অফিস বলছে, ইসরাইল যে সমস্ত বোমা ও ক্ষেপণাস্ত্র ব্যবহার করেছে তার তিন ভাগের দুই ভাগ আনগাইডেড যা সাধারণভাবে ‘ডাম্ব বোমা’ নামে পরিচিত। এই বোমা ব্যবহারের অর্থ হচ্ছে দখলদার ইসরাইল নির্বিচারে এবং অন্যায়ভাবে ফিলিস্তিনের সাধারণ মানুষকে হত্যা করতে চেয়েছে।

গাজা গণমাধ্যম অফিসের তথ্য মতে, আন্তর্জাতিকভাবে নিষিদ্ধ প্রায় নয় ধরনের বোমা ব্যবহার করেছে ইহুদিবাদী সেনারা।#

পার্সটুডে/এসআইবি/৫

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।