‘আরুরির সহযোদ্ধারা ইসরাইলের জন্য দুঃস্বপ্নে পরিণত হবে’
(last modified Sun, 07 Jan 2024 13:05:20 GMT )
জানুয়ারি ০৭, ২০২৪ ১৯:০৫ Asia/Dhaka
  • কায়ানি (বামে) ও হানিয়া
    কায়ানি (বামে) ও হানিয়া

ফিলিস্তিনের ইসলামী প্রতিরোধ আন্দোলন হামাসের উপপ্রধান শহীদ সালেহ আল-আরুরির অনুসারী যোদ্ধারা ইহুদিবাদী ইসরাইলের জন্য দুঃস্বপ্নে পরিণত হবে। ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী বা আইআরজিসি’র কুদস ফোর্সের প্রধান ব্রিগেডিয়ার জেনারেল ইসমাইল কায়ানি আজ (রোববার) একথা বলেছেন।

হামাস প্রধান ইসমাইল হানিয়াকে লেখা এক চিঠিতে তিনি এসব কথা বলেন। জেনারেল কায়ানি সালেহ আল-আরুরির শাহাদাতের জন্য হামাস নেতা হানিয়াকে অভিনন্দন ও সমবেদনা জানান। গত ২ জানুয়ারি লেবাননের রাজধানী বৈরুতের দাহিয়ে এলাকায় ইসরাইলের গুপ্ত হত্যার শিকার হন আরুরি।

চিঠিতে জেনারেল কায়ানি আরো বলেছেন, বিশ্ব দেখবে কিভাবে শহীদ আরুরির সহযোদ্ধারা শিশু হত্যাকারী দখলদার ইসরাইলের জন্য দুঃস্বপ্নে পরিণত হয়। কুদস ফোর্সের প্রধান আরো বলেন, ইসরাইল-বিরোধী লড়াই সংগ্রামে উজ্জ্বল ভূমিকা এবং মেধাবী রেকর্ড সৃষ্টি করে সালেহ আল-আরুরি শহীদ হয়েছেন।

হামাসের ৫৭ বছর বয়সী এই নেতা হামাসের সামরিক শাখা ইজাদ্দিন আল-কাসসাম ব্রিগেড প্রতিষ্ঠার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন। এছাড়া, গত ৭ অক্টোবর ইসরাইলের ভেতরে ফিলিস্তিনের প্রতিরোধ সংগঠনগুলো যে অভিযান চালিয়েছে তার মূল কারিগর ছিলেন আরুরি।#

পার্সটুডে/এসআইবি/৬

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।

ট্যাগ