‘ইহুদিবাদীদের প্রাণহানি নেতানিয়াহুকে গাজার কাদায় আরো ডুবিয়ে দিচ্ছে’
(last modified Sun, 07 Jan 2024 15:34:21 GMT )
জানুয়ারি ০৭, ২০২৪ ২১:৩৪ Asia/Dhaka
  • ‘ইহুদিবাদীদের প্রাণহানি নেতানিয়াহুকে গাজার কাদায় আরো ডুবিয়ে দিচ্ছে’

গাজা উপত্যকায় ইহুদিবাদী ইসরাইলের আরো একজন শীর্ষ পর্যায়ের সেনা কর্মকর্তা নিহত হয়েছে। শনিবার রাতে প্রচণ্ড সংঘর্ষের সময় ওই সেনা কর্মকর্তা প্রাণ হারায়।

আল-জাজিরার বরাত দিয়ে ইরানের বার্তা সংস্থা ইরনা জানিয়েছে, ৩১ বছর বয়সী লেফটেন্যান্ট কর্নেল রয় ইয়োশাই ইউসেপ মোরদেশাই উত্তর গজায় নিহত হয়েছে।

এ নিয়ে গাজায় স্থলাভিযান চালাতে গিয়ে ইসরাইলের তথ্য মতে ১৭৬ জন সেনা নিহত হলো। তবে হামাসের বক্তব্য অনুসারে ইসরাইলি নিহত সেনার সংখ্যা আরো অনেক বেশি।

ইসরাইলের তথ্য বিবেচনায় নিলেও ৭ অক্টোবর অভিযানের পর থেকে এ পর্যন্ত ইসরাইলের মোট ৫১১ জন সেনা নিহত হলো। এছাড়া গাজার সাথে যুদ্ধে ইসরাইলের হাজার হাজার সেনা আহত হয়েছে যার মধ্যে দুই হাজারের বেশি স্থায়ী পঙ্গূত্ব বরণ করেছে।

ইসরাইলি সেনাদের এই ব্যাপক হতাহতের ঘটনা যুদ্ধবাজ প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সরকারের জন্য বিপদের কারণ হয়ে দাঁড়িয়েছে। গাজায় যুদ্ধ বন্দীদের মুক্ত করতে ইসরাইলি বাহিনীর ব্যর্থতা, প্রচণ্ড রকমের ক্ষয়ক্ষতি এবং প্রতিদিন এভাবে সেনা হতাহত হওয়ার ঘটনায় নেতানিয়াহূ কার্যত গাজার কাদায় আরো বেশি ডুবে যাচ্ছে। তার সরকারের ব্যর্থতার জন্য তার বিরুদ্ধে এখন পদত্যাগের দাবি যেকোনো সময়ের চেয়ে বেশি জোরালো হয়েছে।#

পার্সটুডে/এসআইবি/৬

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।

 

ট্যাগ