‘নেতানিয়াহুকে মধ্যপ্রাচ্যে যুদ্ধ বিস্তারের সুযোগ সুযোগ দেয়া উচিত হবে না’
(last modified Tue, 09 Jan 2024 07:20:30 GMT )
জানুয়ারি ০৯, ২০২৪ ১৩:২০ Asia/Dhaka
  • ‘নেতানিয়াহুকে মধ্যপ্রাচ্যে যুদ্ধ বিস্তারের সুযোগ সুযোগ দেয়া উচিত হবে না’

জর্দানের পররাষ্ট্রমন্ত্রী আয়মান সাফাদি বলেছেন, ইসরাইলের যুদ্ধবাজ প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে কোনমতেই পুরো মধ্যপ্রাচ্যে যুদ্ধ ছড়িয়ে দেয়ার সুযোগ দেয়া উচিত হবে না। এ বিষয়ে বিশ্ববাসীকে এখনই উদ্যোগ নিতে হবে।

গতকাল (সোমবার) ফ্রান্সের পররাষ্ট্রমন্ত্রী ক্যাথিরিন কলোনার সাথে ফোন আলাপে এই আহ্বান জানান জর্দানের পররাষ্ট্রমন্ত্রী। তিনি ফরাসি পররাষ্ট্রমন্ত্রীকে বলেন, এই অঞ্চলে যুদ্ধ ছড়িয়ে পড়ার আশঙ্কা প্রতিদিন বাড়ছে। ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় ইহুদিবাদী ইসরাইলের হত্যা এবং ধ্বংসযজ্ঞ অব্যাহত থাকার কারণে এই আশঙ্কা দিন দিন বেড়ে চলেছে।

ইসরাইলের উগ্র ডানপন্থী সরকার চলমান এই যুদ্ধে পশ্চিমাদেরকে জড়িয়ে ফেলার ষড়যন্ত্র করছে উল্লেখ করে আয়মান সাফাদি বলেন, গাজা যুদ্ধ অবসানের জন্য জাতিসংঘ নিরাপত্তা পরিষদে তোলা প্রস্তাবে ভেটো দেয়ার কোনো অজুহাতই ছিল না।

তিনি আরো বলেন, জাতিসংঘ নিরাপত্তা পরিষদ এই পর্যন্ত গাজায় যুদ্ধবিরতি প্রতিষ্ঠার বিষয়ে ব্যর্থ হয়েছে এবং এর মধ্য দিয়ে আন্তর্জাতিক আইন বাস্তবায়নের ক্ষেত্রে দ্বিমুখী নীতির বহিঃপ্রকাশ ঘটেছে।

এদিকে, জর্দানের রাজা দ্বিতীয় আব্দুল্লাহ বলেছেন, গাজায় যেভাবে শিশু হত্যা করা হচ্ছে পৃথিবীর আর কোথাও কোনো যুদ্ধে এইভাবে বর্বরতা চালানো হয়নি। ইসরাইলের দখলদার সরকার গাজায় বর্বরতার মধ্যদিয়ে প্রকৃতপক্ষে সেখানে একটি এতিম জাতি সৃষ্টির চক্রান্তে লিপ্ত রয়েছে।#

পার্সটুডে/এসআইবি/৬

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।

ট্যাগ