​​​​​​​মার্কিন-ব্রিটিশ আগ্রাসন বিনা জবাবে পার পাবে না
https://parstoday.ir/bn/news/west_asia-i133270-মার্কিন_ব্রিটিশ_আগ্রাসন_বিনা_জবাবে_পার_পাবে_না
ইয়েমেনের হুথি আনসারুল্লাহ আন্দোলনে কঠোর হুঁশিয়ারি উচ্চারণ করে বলেছে,  আমেরিকা এবং ব্রিটেনের সেনারা ইয়েমেনের ওপর যে আগ্রাসন চালিয়েছে তা বিনা জবাবে পার পাবে না। গতকাল (শুক্রবার) আনসারুল্লাহ আন্দোলনের রাজনৈতিক কার্যালয় থেকে প্রকাশিত এক বিবৃতিতে এই হুঁশিয়ার উচ্চারণ করা হয়।
(last modified 2025-10-12T12:48:31+00:00 )
জানুয়ারি ১৩, ২০২৪ ১৫:১৫ Asia/Dhaka
  • ​​​​​​​মার্কিন-ব্রিটিশ আগ্রাসন বিনা জবাবে পার পাবে না

ইয়েমেনের হুথি আনসারুল্লাহ আন্দোলনে কঠোর হুঁশিয়ারি উচ্চারণ করে বলেছে,  আমেরিকা এবং ব্রিটেনের সেনারা ইয়েমেনের ওপর যে আগ্রাসন চালিয়েছে তা বিনা জবাবে পার পাবে না। গতকাল (শুক্রবার) আনসারুল্লাহ আন্দোলনের রাজনৈতিক কার্যালয় থেকে প্রকাশিত এক বিবৃতিতে এই হুঁশিয়ার উচ্চারণ করা হয়।

এতে বলা হয়েছে, ফিলিস্তিনি জনগণকে সমর্থন করার কারণেই ইয়েমেনের বিরুদ্ধে পশ্চিমা সাম্রাজ্যবাদীরা আগ্রাসন চালিয়েছে। বলদর্পি শক্তিগুলো যে আগ্রাসন চালিয়েছে তার আইনগত কোনো ন্যায্যতা নেই। ইহুদিবাদী ইসরাইলের যুদ্ধাপরাধের বিরুদ্ধে ইয়েমেন যে প্রতিরোধ চালাচ্ছে সে কারণেই এই আগ্রাসন চালানো হয়েছে।

আনসারুল্লাহর রাজনৈতিক কার্যালয় থেকে প্রকাশিত এ বিবৃতিতে আরো বলা হয়েছে, আমেরিকা-ইংল্যান্ডের এই আগ্রাসন বিনা শাস্তি ও বিনা জবাবে পার পাবে না, আগ্রাসীদেরকে এর পরিণতি ভোগ করতে হবে।

বিবৃতিতে আরো বলা হয়েছে, এসব হামলা সত্ত্বেও ইহুদিবাদী ইসরাইল এবং আমেরিকা ও ব্রিটেনের ব্যাপারে ইয়েমেনের জনগণের অবস্থানে কোনো পরিবর্তন আসবে না।#

পার্সটুডে/এসআইবি/১৩

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।