ফিলিস্তিনে ইসরাইলি হামলা অব্যাহত: কমপক্ষে ১৬ শহীদ, আহত প্রচুর
https://parstoday.ir/bn/news/west_asia-i133434
ফিলিস্তিনে ইসরাইলি সেনাদের বর্বর হামলা অব্যাহত রয়েছে। আজ (বুধবার) ভোররাতে ফিলিস্তিনের বিভিন্নন এলাকায় ইসরাইলি বিমান হামলায় অন্তত ১৬ ফিলিস্তিনি শহীদদ হয়েছেন। দক্ষিণ গাজায় ইহুদিবাদী ইসরাইলি বিমান হামলায় শহীদ হয়েছেন ১৩ ফিলিস্তিনি। বার্তা সংস্থা ইরনা জানিয়েছে আজ ভোররাতে খান ইউনুসের পশ্চিমে ইসরাইলি সেনারা ওই হামলা চালায়। হামলায় আরও বহু ফিলিস্তিনি আহত হয়েছে। 
(last modified 2025-07-09T12:00:31+00:00 )
জানুয়ারি ১৭, ২০২৪ ১৫:২৬ Asia/Dhaka
  • ফিলিস্তিনে ইসরাইলি হামলা অব্যাহত: কমপক্ষে ১৬ শহীদ, আহত প্রচুর

ফিলিস্তিনে ইসরাইলি সেনাদের বর্বর হামলা অব্যাহত রয়েছে। আজ (বুধবার) ভোররাতে ফিলিস্তিনের বিভিন্নন এলাকায় ইসরাইলি বিমান হামলায় অন্তত ১৬ ফিলিস্তিনি শহীদদ হয়েছেন। দক্ষিণ গাজায় ইহুদিবাদী ইসরাইলি বিমান হামলায় শহীদ হয়েছেন ১৩ ফিলিস্তিনি। বার্তা সংস্থা ইরনা জানিয়েছে আজ ভোররাতে খান ইউনুসের পশ্চিমে ইসরাইলি সেনারা ওই হামলা চালায়। হামলায় আরও বহু ফিলিস্তিনি আহত হয়েছে। 

এর আগেও গাজার মেডিকেল সূত্র গতকাল ভোরে ইসরাইলি হামলায় খান ইউনুসে আরও ১৯ ফিলিস্তিনি শহীদ হবার কথা জানিয়েছে। দাভোস বৈঠকের অবকাশে বিশ্বের বেশিরভাগ দেশ যখন ইসরাইলি হামলার নিন্দা জানাচ্ছে সেই মুহূর্তে ইহুদিবাদী সেনারা গাজায় হামলা চালিয়ে যাচ্ছে।

জাতিসংঘ মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস দাভোস বৈঠকে অংশ নিতে এখন সুইজারল্যান্ডে রয়েছেন। তিনি গাজায় যুদ্ধ বিস্তারের ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছেন।

তিনি আরও বলেছেন: লেবানন ভয়াবহ সংঘর্ষের দিকে যাচ্ছে। আমরা লেবাননে আরেকটি গাজা দেখতে চাই না।

এদিকে পশ্চিম তীরেও ইসরাইলি সেনাদের হামলায় অন্তত ৩ ফিলিস্তিনি শহীদ হয়েছে। ইরনা এই খবর দিয়ে আরও জানিয়েছে, পশ্চিম তীরের রামাল্লাহর পার্শ্ববর্তী নাবলুস শহরের দির আম্মার, বাইতলুলু, আত্তারে এলাকায় বর্বর সেনারা ভোররাতে হামলা চালিয়েছে। এর বাইরেও কালকিলিয়ার বিভিন্ন শহর থেকে ইহুদিবাদী সেনারা বহু ফিলিস্তিনিকে ধরে নিয়ে গেছে বলে ইরনা জানিয়েছে।#

পার্সটুডে/এনএম/১৭

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।