নেতানিয়াহুর পদত্যাগ চেয়ে ইসরাইলজুড়ে বিশাল বিক্ষোভ-মিছিল
https://parstoday.ir/bn/news/west_asia-i133610-নেতানিয়াহুর_পদত্যাগ_চেয়ে_ইসরাইলজুড়ে_বিশাল_বিক্ষোভ_মিছিল
ইহুদিবাদী ইসরাইলের যুদ্ধবাজ প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর পদত্যাগের দাবিতে তেল আবিব, সিজারিয়া এবং জেরুজালেম শহরে বিশাল বিক্ষোভ মিছিল হয়েছে। মিছিলে অংশগ্রহণকারীরা গাজায় বন্দী ইসরাইলিদের ফেরত আনারও দাবি জানান।
(last modified 2025-07-29T12:16:04+00:00 )
জানুয়ারি ২১, ২০২৪ ২০:১২ Asia/Dhaka
  • নেতানিয়াহুর পদত্যাগ চেয়ে ইসরাইলজুড়ে বিশাল বিক্ষোভ-মিছিল

ইহুদিবাদী ইসরাইলের যুদ্ধবাজ প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর পদত্যাগের দাবিতে তেল আবিব, সিজারিয়া এবং জেরুজালেম শহরে বিশাল বিক্ষোভ মিছিল হয়েছে। মিছিলে অংশগ্রহণকারীরা গাজায় বন্দী ইসরাইলিদের ফেরত আনারও দাবি জানান।

৭ অক্টোবরের অভিযানে হামাস ও জিহাদ আন্দোলনের যোদ্ধারা যেসব ইসরাইলিকে ধরে নিয়ে গিয়েছিল তার মধ্যে এখনো ১৩০ জনের বেশি আটক রয়েছে।

‘হোস্টেজ অ্যান্ড মিসিং ফ্যামিলিজ ফোরাম’ নামের একটি সংগঠন এই বিক্ষোভ মিছিলের আয়োজন করে। বিক্ষোভ সমাবেশে বক্তারা এখনই গাজা যুদ্ধ বন্ধের দাবি জানান এবং হামাসের সাথে চুক্তির মাধ্যমে বন্দীদের ফিরিয়ে আনার কথা বলেন।

এদিকে, তেল আবিব ও জেরুজালেম শহরে নেতানিয়াহুর পদত্যাগের দাবিতে আলাদা দুটি বিক্ষোভ মিছিলের আয়োজন করা হয়। ইহুদি আমেরিকান র‍্যাপ সঙ্গীত শিল্পী তেল আবিবের হোস্টেজ স্কয়ারে অনুষ্ঠিত প্রধান মিছিলের উদ্বোধন করেন। সেখানে তিনি বলেন, “সমস্ত বন্দীর মুক্তি চাই আমি এবং আশা করি আপনারাও সবাই আমার সাথে কণ্ঠে কণ্ঠ মিলাবেন।”

মিছিল পূর্ব সমাবেশে বন্দি পরিবারের অনেক সদস্য বক্তব্য রাখেন এবং তাদের অনেকেই কান্নাকাটি করেন।

ইসরাইলিদের এ ধরনের বিক্ষোভ মিছিলের পরেও নেতানিয়াহু গাজা যুদ্ধ চালিয়ে যেতে প্রতিশ্রুতিবদ্ধ এবং অনেক বিশ্লেষক বলছেন, যুদ্ধ বন্ধ করলেই নেতানিয়াহু পদত্যাগ করতে বাধ্য হবেন। গাজা যুদ্ধের ব্যর্থতা এবং অন্যান্য দুর্নীতিতে তাকে দ্রুতই বিচারের মুখোমুখি হতে হবে। এজন্য তিনি যুদ্ধ বন্ধ করতে চাইছেন না।#

পার্সটুডে/এসআইবি/২১

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।