ইসরাইলকে সমর্থন দেয়ার জন্য জার্মানির সমালোচনা করলো রাশিয়া
https://parstoday.ir/bn/news/west_asia-i133612-ইসরাইলকে_সমর্থন_দেয়ার_জন্য_জার্মানির_সমালোচনা_করলো_রাশিয়া
হেগের আন্তর্জাতিক বিচার আদালতে ইহুদিবাদী ইসরাইলের বিরুদ্ধে যে যুদ্ধাপরাধের মামলা হয়েছে তাতে তেল আবিবের পক্ষ নেয়ায় জার্মানির সমালোচনা করেছে রাশিয়া। 
(last modified 2025-07-29T12:16:04+00:00 )
জানুয়ারি ২১, ২০২৪ ১৯:৫৯ Asia/Dhaka
  • জাখারোভা
    জাখারোভা

হেগের আন্তর্জাতিক বিচার আদালতে ইহুদিবাদী ইসরাইলের বিরুদ্ধে যে যুদ্ধাপরাধের মামলা হয়েছে তাতে তেল আবিবের পক্ষ নেয়ায় জার্মানির সমালোচনা করেছে রাশিয়া। 

রুশ পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মারিয়া জাখারোভা বলেছেন, জার্মানির এই ভূমিকায় মস্কো অবাক হয়নি কারণ মার্কিন নেতৃত্বাধীন যে আন্তর্জাতিক ব্যবস্থা গড়ে তোলা হয়েছে তাতে নিঃশর্তভাবে ইসরাইলকে সমর্থন করতে হবে। তিনি বলেন, বার্লিন এই পদক্ষেপের মাধ্যমে নিজেকে গণহত্যায় বিশেষজ্ঞ হিসাবে ঘোষণা করেছে। 

ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় বর্বর আগ্রাসন, গণহত্যা ও মানবতাবিরোধী অপরাধ সংঘটনের দায়ে ডিসেম্বর মাসের শেষ দিকে হেগের আন্তর্জাতিক বিচার আদালতে দক্ষিণ আফ্রিকা ইসরাইলের বিরুদ্ধে যুদ্ধাপরাধ ও গণহত্যার মামলা করে। দক্ষিণ আফ্রিকা বলেছে, গাজায় আগ্রাসন চালিয়ে ইসরাইল সমস্ত আন্তর্জাতিক কনভেনশন লঙ্ঘন করেছে। মামলার আর্জিতে দক্ষিণ আফ্রিকা গাজায় তাৎক্ষণিকভাবে ইসরাইলের আগ্রাসন বন্ধের নির্দেশ দেয়ার জন্য আদালতের প্রতি আহ্বান জানিয়েছে।

ইসরাইলের বিররুদ্ধে গণহত্যার এই অভিযোগের বিষয়ে আপত্তি তুলেছে বার্লিন। জার্মানির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র গত ৫ জানুয়ারি বলেন, “ইসরাইল অস্ত্রধারী হামলাকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নিচ্ছে; একটি সশস্ত্র গোষ্ঠীর যোদ্ধোদের বিরুদ্ধে যুদ্ধ করছে। তারা কোনো জাতিকে ধ্বংসের লক্ষ্য নিয়ে কাজ করছে না।”    

ওই কর্মকর্তা জোর দিয়ে বলেন, “আমরা আগেই পরিষ্কার করে বলেছি যে, ইসরাইল যুদ্ধাপরাধ করছে বলে যে অভিযোগ করা হচ্ছে তা মিথ্যা এবং আন্তর্জাতিক কনভেনশনের আওতায় পড়ে না।”

পার্সটুডে/এসআইবি/২১

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।