গড়ে প্রতিদিন ৬০ ইসরাইলি সেনা আহত হচ্ছে: ইসরাইলি গণমাধ্যম
https://parstoday.ir/bn/news/west_asia-i133674-গড়ে_প্রতিদিন_৬০_ইসরাইলি_সেনা_আহত_হচ্ছে_ইসরাইলি_গণমাধ্যম
ইহুদিবাদী ইসরাইলের গণমাধ্যম স্বীকার করেছে, ৭ অক্টোবরের পর থেকে এ পর্যন্ত ইসরাইলের সাড়ে চার হাজারের বেশি সেনা আহত হয়েছে। এছাড়া প্রতিদিনই গড়ে ৬০ জন ইসরাইলি সেনা আহত হচ্ছে।
(last modified 2025-07-29T12:16:04+00:00 )
জানুয়ারি ২৩, ২০২৪ ১৯:০৭ Asia/Dhaka
  • ইসরাইলি সেনা
    ইসরাইলি সেনা

ইহুদিবাদী ইসরাইলের গণমাধ্যম স্বীকার করেছে, ৭ অক্টোবরের পর থেকে এ পর্যন্ত ইসরাইলের সাড়ে চার হাজারের বেশি সেনা আহত হয়েছে। এছাড়া প্রতিদিনই গড়ে ৬০ জন ইসরাইলি সেনা আহত হচ্ছে।

ইসরাইলের যুদ্ধ মন্ত্রণালয়ের পুনর্বাসন বিভাগের নানা পরিসংখ্যান ও ইসরাইলি গণমাধ্যমের খবর বিশ্লেষণ করে আল মায়াদিন টিভি চ্যানেল এ তথ্য জানিয়েছে।

এর আগে হিব্রু নিউজ সাইট ‘ওয়াল্লা’ জানিয়েছে, ইসরাইল নানা ভাবে এ পর্যন্ত প্রায় চার হাজার সেনা সদস্য পঙ্গু হওয়ার কথা স্বীকার করেছে।

ঐ সাইটের খবরে আরো বলা হয়েছে, মনোবল হ্রাস হওয়ার ভয়ে ইসরাইলি সামরিক বাহিনী জনসাধারণের কাছে আহতদের সম্পর্কে সকল তথ্য সরবরাহ করে না। তবে পঙ্গু সেনাদের চিকিৎসা দেওয়া হচ্ছে।

ইসরাইলি ডিফেন্স ফোর্সেস অর্গানাইজেশনের চেয়ারম্যান ইদান কালিমানকে উদ্ধৃত করে এই মিডিয়া বলেন, ‘আমি ৩০ বছর ধরে সংস্থায় রয়েছি এবং এত বিপুল সংখ্যক গুরুতর আহত ব্যক্তির মুখোমুখি হইনি। বিচ্ছিন্ন অঙ্গ-প্রত্যঙ্গ, অন্ধত্ব বা পক্ষাঘাতে আহত অনেকেই আছেন।#

পার্সটুডে/এসএ/২৩

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।