আমেরিকা কতো বড় শক্তি তা একেবারেই গৌণ বিষয়: ইয়েমেনের প্রধানমন্ত্রী
(last modified Wed, 24 Jan 2024 03:38:09 GMT )
জানুয়ারি ২৪, ২০২৪ ০৯:৩৮ Asia/Dhaka
  • ইংরেজি নিউজ চ্যানেল প্রেস টিভিকে দেয়া এক বিশেষ সাক্ষাৎকারে ইয়েমেনের প্রধানমন্ত্রী আব্দুল আজিজ বিন সালেহ হাবতুর।
    ইংরেজি নিউজ চ্যানেল প্রেস টিভিকে দেয়া এক বিশেষ সাক্ষাৎকারে ইয়েমেনের প্রধানমন্ত্রী আব্দুল আজিজ বিন সালেহ হাবতুর।

ইয়েমেনের প্রধানমন্ত্রী আব্দুল আজিজ বিন সালেহ হাবতুর অবরুদ্ধ গাজা উপত্যকার ফিলিস্তিনিদের প্রতি তার দেশের সমর্থনকে ‘ধর্মীয় দায়িত্ব’ বলে বর্ণনা করেছেন। তিনি বলেছেন, মার্কিন যুক্তরাষ্ট্র মধ্যপ্রাচ্যের অন্যান্য দেশের মতো ইয়েমেনে আগ্রাসন চালানোর প্রচেষ্টায়ও পরাজিত হবে।

তিনি ইরানের ইংরেজি নিউজ চ্যানেল প্রেস টিভিকে দেয়া এক বিশেষ সাক্ষাৎকারে এ মন্তব্য করেন। হাবতুর বলেন, ইয়েমেন শুধুমাত্র গাজাবাসীর প্রতি সমর্থন জানিয়ে লোহিত সাগরে ইসরাইলি মালিকানাধীন ও ইসরাইলগামী জাহাজে হামলা চালানোর সিদ্ধান্ত নিয়েছে। তিনি স্পষ্ট করে বলেন, আগ্রাসী ইসরাইলের প্রতি আমেরিকার সমর্থনের কারণে গাজার প্রতি সমর্থন জানানোকে ইয়েমেন নিজের ধর্মীয় দায়িত্ব হিসেবে গ্রহণ করেছে।

ইয়েমেনের প্রধানমন্ত্রী বলেন, ন্যুনতম মানবতা ও মর্যাবোধসম্পন্ন যেকোনো মানুষ ফিলিস্তিনের ঘটনাবলী সম্পর্কে চিন্তা করলেই উপলব্ধি করবেন যে, মানবিক, ধর্মীয় ও নৈতিক দৃষ্টিকোণ থেকে গাজাবাসীণের প্রতি সমর্থন জানানোর সিদ্ধান্ত নিয়েছে ইয়েমেন।  হাবতুর বলেন, যখন প্রতি মুহূর্তে মানুষের মাথার উপর একের পর এক ভবন ধসে পড়ছে এবং হাজার হাজার মানুষ হতাহত হচ্ছে তখন আর এটি কোনো গুরুত্বপূর্ণ নয় যে, প্রতিপক্ষ দেশ কতো বড় বা কতো ছোট। তখন একটিমাত্র দায়িত্ব সামনে থাকে আর তা হচ্ছে নির্যাতিত মানুষগুলোকে রক্ষা করার চেষ্টা করা।

ইয়েমেনের প্রধানমন্ত্রী বলেন, আমেরিকা কতো বড় শক্তি কিংবা তার নেতৃত্বাধীন জোটে কে কে আছে সেটি একেবারেই গৌণ বিষয়। আমরা ধর্মীয় কারণে গাজাবাসীর পাশে থাকার সিদ্ধান্ত নিয়েছি এবং এখান থেকে একচুলও নড়ব না।

ইয়েমেন ইসরাইলি জাহাজে যেসব হামলা চালাচ্ছে তাতে কোনো লাভ হচ্ছে কিনা- এমন প্রশ্নের উত্তরে আব্দুল আজিজ বিন হাবতুর বলেন, পরিসংখ্যানে দেখা যাচ্ছে ইসরাইলের এইলাত বন্দর শতকরা ৯০ ভাগ অচল হয়ে পড়েছে। একটি সমুদ্রবন্দরকে যখন আপনি এতটা অচল করে দিতে পারবেন তখন এর চেয়ে সাফল্য আর হতে পারে না।

ইয়েমেনের হুথি যোদ্ধাদের সমর্থিত সরকার গত অক্টোবর মাস থেকে গাজা উপত্যকায় ইসরাইলি ভয়াবহ গণহত্যার জবাবে লোহিত সাগর, এডেন সাগর ও বাব আল-মান্দাব প্রণালিতে ইসরাইলি মালিকানাধীন ও ইসরাইলগামী জাহাজগুলোতে হামলা চালিয়ে যাচ্ছে। সম্প্রতি ইঙ্গো-মার্কিন বাহিনী হুথিদের অবস্থানে বিমান হামলা চালানোর পর ইয়েমেনের সেনাবাহিনী হামলার লক্ষ্যবস্তু হিসেবে মার্কিন ও ব্রিটিশ জাহাজগুলোকে অন্তর্ভুক্ত করেছে।#

পার্সটুডে/এমএমআই/২৪

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।