ইসরাইলের আয়রন ডোমে ড্রোন হামলা চালালো হিজবুল্লাহ
(last modified Fri, 26 Jan 2024 08:18:45 GMT )
জানুয়ারি ২৬, ২০২৪ ১৪:১৮ Asia/Dhaka
  • ইসরাইলের আয়রন ডোমে ড্রোন হামলা চালালো হিজবুল্লাহ

অবরুদ্ধ গাজা উপত্যকায় ইহুদিবাদী ইসরাইলের বর্বর আগ্রাসন ও গণহত্যার প্রতিবাদে লেবাননের ইসলামি প্রতিরোধ আন্দোলন হিজবুল্লাহর যোদ্ধারা ইসরাইলের ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা আয়রন ডোমের ওপর আবারো ড্রোন হামলা চালিয়েছে।

আল-মানার টেলিভিশন চ্যানেলে সম্প্রচারিত হিজবুল্লাহর এক বিবৃতিতে এই খবর নিশ্চিত করা হয়েছে। বিবৃতিতে বলা হয়েছে, ইসরাইলের উত্তরাঞ্চলের কাফ্‌র ব্লুম ইহুদি বসতির কাছে মোতায়েন আয়রন ডোম ক্ষেপণাস্ত্র ব্যবস্থার ওপর দুটি কামিকাজে ড্রোন দিয়ে হামলা চালানো হয়। 

হিজবুল্লাহ আন্দোলন সরাসরি বলেছে, গাজায় ইসরাইলের বর্বরতার প্রতিবাদে ও ফিলিস্তিনিদের প্রতি দৃঢ় সমর্থনের অংশ হিসেবে এই হামলা চালানো হয়েছে হিজবুল্লাহ এর আগেও কয়েক দফা ইসরাইলের ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থার ওপর হামলা চালিয়েছে।

এদিকে, লেবাননের রাষ্ট্রীয় বার্তা সংস্থা জানিয়েছে, ইসরাইলি সেনারা লেবাননের তায়ের হারফা এলাকার একটি বাড়িতে বিমান হামলা চালিয়েছে। এছাড়া, ধাইরা শহরের আলমা আশ-শাহাব এলাকায় ইসরাইল ফসফরাস বোমা দিয়ে হামলা করেছে। 

গত ৭ অক্টোবর ফিলিস্তিনের প্রতিরোধ আন্দোলন হামাস ও জিহাদ আন্দোলনের যোদ্ধারা ইসরাইলের ভেতরে ইতিহাসের নজিরবিহীন অভিযান চালায়। এরপর থেকে ইসরাইল গাজা উপত্যকার ওপর ভয়াবহতম নৃশংসতা চালাচ্ছে। এর জবাবে হিজবুল্লাহ যোদ্ধারা উত্তর ইসরাইল সীমান্তে দখলদার সেনাদের অবস্থানে প্রতিদিন হামলা চালিয়ে আসছে। এরইমধ্যে দুপক্ষের মধ্যে বেশ কয়েকবার উল্লেখযোগ্য সংঘর্ষ হয়েছে।

পার্সটুডে/এসআইবি/২৬

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।