ইরাক ও সিরিয়ার মার্কিন অবস্থানে পাল্টা হামলা চালিয়েছে প্রতিরোধ আন্দোলন
(last modified Sat, 03 Feb 2024 04:24:29 GMT )
ফেব্রুয়ারি ০৩, ২০২৪ ১০:২৪ Asia/Dhaka
  • ইরাকি প্রতিরোধকামী যোদ্ধা (ফাইল ফটো)
    ইরাকি প্রতিরোধকামী যোদ্ধা (ফাইল ফটো)

ইরাকের সন্ত্রাস-বিরোধী আমব্রেলা গ্রুপ- ইসলামি প্রতিরোধ আন্দোলন ইরাক ও সিরিয়ার বেশি কয়েকটি মার্কিন অবস্থানে হামলা চালিয়েছে। গতকাল (শুক্রবার) ইরাক ও সিরিয়ায় এই গ্রুপের অবস্থানগুলোতে আমেরিকার বিমান হামলার প্রতিশোধ নিতে এই পাল্টা হামলা চালানো হয়েছে।

আজ (শনিবার) ভোরে এক বিবৃতিতে ইরাকি প্রতিরোধ আন্দোলন বলেছে, তারা পশ্চিম ইরাকের আল-আনবার প্রদেশে অবস্থিত মার্কিন বিমান ঘাঁটি আইন আল-আসাদে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে।

এছাড়া, সিরিয়ার দক্ষিণ-পূর্বাঞ্চলে জর্দানের সীমান্তবর্তী আল-তানাফ সামরিক ঘাঁটি এবং সিরিয়ার উত্তর-পূর্বাঞ্চলীয় হাসাকা প্রদেশের আল-খাদরা গ্রামে অবস্থিত মার্কিন সেনা ঘাঁটিতে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালানো হয়েছে।

এর আগে তিনটি মার্কিন সূত্রের বরাত দিয়ে বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছিল, মধ্যপ্রাচ্যে মোতায়েন সন্ত্রাসী মার্কিন বাহিনী- সেন্টকম ইরাকের ৮৫টি স্থানে প্রতিরোধ আন্দোলনের অবস্থানে বিমান হামলা চালিয়েছে। জর্দানে অবস্থিত একটি মার্কিন সেনা ঘাঁটিতে ইরাকি প্রতিরোধ আন্দোলনের হামলায় তিন মার্কিন সেনার নিহত হওয়ার প্রতিশোধ নিয়ে আমেরিকা এ হামলা চালিয়েছে। মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন বলেছেন, ওয়াশিংটনের ইচ্ছে অনুযায়ী যতদিন খুশি এবং যেখানে যেখানে খুশি হামলা চালিয়ে যাবে সেন্টকম।#

পার্সটুডে/এমএমআই/৩

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।

 

ট্যাগ