ইয়েমেন সিরিয়ায় মার্কিন হামলা গাজা থেকে মনোযোগ সরানোর ‘আনাড়ি প্রচেষ্টা’
https://parstoday.ir/bn/news/west_asia-i134168-ইয়েমেন_সিরিয়ায়_মার্কিন_হামলা_গাজা_থেকে_মনোযোগ_সরানোর_আনাড়ি_প্রচেষ্টা’
ইসলামী প্রজাতন্ত্র ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র নাসের কানয়ানি বলেছেন, ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় ইহুদিবাদী ইসরাইল যে বর্বর আগ্রাসন ও গণহত্যা চালাচ্ছে তা থেকে বিশ্ববাসীর মনোযোগ ভিন্ন দিকে ঘুরিয়ে দেয়ার জন্য ইয়েমেন, সিরিয়া এবং ইরাকে মার্কিন বাহিনী আগ্রাসন চালাচ্ছে। মার্কিন সরকারের এই পদক্ষেপকে নাসের কানয়ানি ‘আনাড়ি প্রচেষ্টা’ বলে মন্তব্য করেন।
(last modified 2025-07-29T12:16:04+00:00 )
ফেব্রুয়ারি ০৫, ২০২৪ ১৯:৫৫ Asia/Dhaka
  • ইয়েমেন সিরিয়ায় মার্কিন হামলা গাজা থেকে মনোযোগ সরানোর ‘আনাড়ি প্রচেষ্টা’

ইসলামী প্রজাতন্ত্র ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র নাসের কানয়ানি বলেছেন, ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় ইহুদিবাদী ইসরাইল যে বর্বর আগ্রাসন ও গণহত্যা চালাচ্ছে তা থেকে বিশ্ববাসীর মনোযোগ ভিন্ন দিকে ঘুরিয়ে দেয়ার জন্য ইয়েমেন, সিরিয়া এবং ইরাকে মার্কিন বাহিনী আগ্রাসন চালাচ্ছে। মার্কিন সরকারের এই পদক্ষেপকে নাসের কানয়ানি ‘আনাড়ি প্রচেষ্টা’ বলে মন্তব্য করেন।

আজ (সোমবার) সাপ্তাহিক সংবাদ ব্রিফিংয়ে নাসের কানয়ানি এসব কথা বলেন। এর দুই দিন আগে ইরাক ও সিরিয়ার সার্বভৌমত্ব লঙ্ঘন করে মার্কিন সন্ত্রাসী সেনারা দেশ দুটিতে ইসলামী প্রতিরোধ যোদ্ধাদের বিভিন্ন অবস্থানে হামলা চালায়। এসব হামলায় অন্তত ৪০ জন নিহত হয়েছে। 

ইরাক ও সিরিয়ায় হামলার পাশাপাশি শনিবার ভোররাতে আমেরিকা এবং ব্রিটেনের সেনারা ইয়েমেনের ওপর বিমান হামলা চালায়। গাজা উপত্যকায় ইহুদিবাদী ইসরাইলের বর্বর আগ্রাসন ও গণহত্যার জবাবে ইয়েমেনের হুথি সমর্থিত সামরিক বাহিনী যে ইসরাইল-বিরোধী পদক্ষেপ নিয়েছে তাতে অনেকটা হতাশ হয়ে ইয়েমেনের ওপর হামলা শুরু করেছে আমেরিকা।#

পার্সটুডে/এসআইবি/জিএআর/ ৫