কাতারের আমিরের সঙ্গে ইরানের পররাষ্ট্রমন্ত্রীর সাক্ষাৎ
গাজা সংকটের রাজনৈতিক সমাধান খুঁজে বের করতে হবে: কাতারকে ইরান
আঞ্চলিক ও আন্তর্জাতিক ইস্যুগুলোতে কাতারের সঙ্গে ইরানের ‘গঠনমূলক’ সহযোগিতায় সন্তোষ প্রকাশ করেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী হোসেইন আমির-আব্দুল্লাহিয়ান। তিনি বলেছেন, দু’দেশের মধ্যে স্বাক্ষরিত চুক্তিগুলোর পূর্ণাঙ্গ বাস্তবায়ন হলে দ্বিপক্ষীয় সম্পর্ক আরো শক্তিশালী হবে।
দোহা সফরকারী ইরানের পররাষ্ট্রমন্ত্রী গতকাল (মঙ্গলবার) কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আলে সানির সঙ্গে সাক্ষাতে এ মন্তব্য করেন। ইরানের স্বার্থ সংশ্লিষ্ট কিছু বিষয়ে মধ্যস্থতা করার জন্য তিনি কাতারকে ধন্যবাদ জানান। তেহরান-দোহা সহযোগিতা আঞ্চলিক শান্তি ও স্থিতিশীলতা প্রতিষ্ঠায় ভূমিকা রাখছে বলে আমির-আব্দুল্লাহিয়ান মন্তব্য করেন।
গাজা উপত্যকায় ইহুদিবাদী ইসরাইলের ভয়াবহ আগ্রাসনের কথা উল্লেখ করে তিনি বলেন, এই সংকটের একটি রাজনৈতিক সমাধান খুঁজে বের করার জন্য ইরান ও কাতারকে যৌথভাবে কাজ করতে হবে। ইহুদিবাদী ইসরাইলের আগ্রাসনের ব্যাপারে আমেরিকা ‘স্ববিরোধী’ ভূমিকা নিয়েছে বলে ইরানের পররাষ্ট্রমন্ত্রী উল্লেখ করেন। তিনি বলেন, আমেরিকা একদিকে বলছে যে, সে যুদ্ধের বিস্তার চায় না অন্যদিকে সে নিজেই ইরাক, সিরিয়া ও ইয়েমেনে একসঙ্গে হামলা চালাচ্ছে।
সাক্ষাতে কাতারের আমির বলেন, তেহরান-দোহা সহযোগিতা এ যাবতকালের মধ্যে সর্বোচ্চ পর্যায়ে রয়েছে। এর মাধ্যমে দ্বিপক্ষীয় সম্পর্ক শক্তিশালী করার ক্ষেত্রে ইরান ও কাতার উভয় দেশের নেতাদের আন্তরিকতার প্রমাণ পাওয়া যায়। গাজা যুদ্ধের রাজনৈতিক সমাধানের প্রচেষ্টা চালানোর জন্য তিনি ইরানকে ধন্যবাদ জানান।#
পার্সটুডে/এমএমআই/১৪
বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।