ফেব্রুয়ারি ২২, ২০২৪ ০৯:৫৭ Asia/Dhaka
  • গাজার প্রতিরোধ যোদ্ধা
    গাজার প্রতিরোধ যোদ্ধা

অবরুদ্ধ গাজা উপত্যকায় ইহুদিবাদী ইসরাইল ‘নিরঙ্কুশ বিজয়’ অর্জন করতে পারবে না বলে অভিমত প্রকাশ করেছে খোদ ইসরাইলের নাগরিকরা। এই অবৈধ রাষ্ট্রের নাগরিকদের মধ্যে চালানো এক জনমত জরিপে এ তথ্য উঠে এসেছে।

ইসরাইলের ‘ডেমোক্র্যাসি ইনস্টিটিউ’ থিংক ট্যাংক পরিচালিত ওই জরিপে অধিকৃত ভূখণ্ডের ৬১২ জন ইহুদিবাদী অংশ নেয়। তাদের শতকরা ৫৫.৩ শতাংশ বলেছে, গাজা যুদ্ধে ইসরাইলের ‘সুস্পষ্ট বিজয়’ অর্জনের সম্ভাবনা ‘অত্যন্ত কম’। অন্যদিকে তাদের ৩৮.৩ ভাগ জবাবদাতা বলেছে, গাজায় ইসরাইলের ‘সুস্পষ্ট বিজয়’ অর্জনের ‘সমূহ সম্ভাবনা’ রয়েছে। এছাড়া, জরিপে অংশগ্রহণকারী শতকরা ছয় জন বলেছে, তাদের পক্ষে এ সম্পর্কে মতামত ব্যক্ত করা সম্ভব নয়।

এমন সময় জনমত জরিপের এ ফলাফল প্রকাশিত হলো যখন হামাসকে ‘সম্পূর্ণ নির্মূল’ করে তাদের হাতে আটক ইসরাইলি পণবন্দিদের জীবিত মুক্ত করে নেয়ার ঘোষণা দিয়ে গত ৭ অক্টোবর গাজা উপত্যকার ওপর ঝাঁপিয়ে পড়েছিল ইহুদিবাদী ইসরাইল। যুদ্ধবাজ প্রধানমন্ত্রী নেতানিয়াহু গাজা আগ্রাসনের তিনটি লক্ষ্য নির্ধারণ করে বলেছিলেন, হামাসকে নির্মূল, পণবন্দিদের জীবিত উদ্ধার এবং গাজা থেকে ইসরাইলের জন্য হুমকির অবসান ঘটাতে তিনি এ আগ্রাসনের নির্দেশ দিয়েছেন।

কিন্তু সাড় চার মাস ধরে আমেরিকার কাছ থেকে পাওয়া সর্বাধুনিক সমরাস্ত্র দিয়ে অবরুদ্ধ উপত্যকায় নিরবচ্ছিন্নভাবে গণহত্যা চালিয়েও সেসব লক্ষ্য অর্জন করতে পারেনি তেল আবিব; বরং এখন পণবন্দিদের উদ্ধার করার জন্য সেই হামাস নেতাদের সঙ্গে আলোচনায় বসেছে যাদেরকে তারা নির্মূল করার ঘোষণা দিয়েছিল।

এছাড়া, ইসরাইলের একটি অঘোষিত লক্ষ্যও ছিল আর তা হলো গাজাবাসীকে এই উপত্যকা থেকে মিশরের সিনাই মরুভূমিতে বিতাড়িত করা। কিন্তু এখন পর্যন্ত ভয়াবহ গণহত্যা থেকে বাঁচার জন্য গাজাবাসীকে দল বেঁধে মিশরের দিকে যেতে দেখা যায়নি। শুধুমাত্র কিছু আহত মানুষ রাফাহ ক্রসিং ব্যবহার করে উন্নত চিকিৎসার জন্য মিশরে প্রবেশ করেছেন। #

পার্সটুডে/এমএমআই/২২

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।

ট্যাগ