জাতিসংঘ থেকে রাষ্ট্রদূত প্রত্যাহার করছে ইসরাইল; চাপ সৃষ্টিই লক্ষ্য
https://parstoday.ir/bn/news/west_asia-i135214-জাতিসংঘ_থেকে_রাষ্ট্রদূত_প্রত্যাহার_করছে_ইসরাইল_চাপ_সৃষ্টিই_লক্ষ্য
জাতিসংঘে নিযুক্ত ইহুদিবাদী ইসরাইলের রাষ্ট্রদূতকে প্রত্যাহারের সিদ্ধান্ত নিয়েছে তেল আবিব। গাজা উপত্যকায় বন্দী ইসরাইলি নারীদেরকে ধর্ষণের ভিত্তিহীন অভিযোগকে জাতিসংঘ মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস আমলে না নেয়ায় এই পদক্ষেপ নিয়েছে দখলদার সরকার।
(last modified 2025-07-29T12:16:04+00:00 )
মার্চ ০৫, ২০২৪ ১৩:১৮ Asia/Dhaka
  • জাতিসংঘ থেকে রাষ্ট্রদূত প্রত্যাহার করছে ইসরাইল; চাপ সৃষ্টিই লক্ষ্য

জাতিসংঘে নিযুক্ত ইহুদিবাদী ইসরাইলের রাষ্ট্রদূতকে প্রত্যাহারের সিদ্ধান্ত নিয়েছে তেল আবিব। গাজা উপত্যকায় বন্দী ইসরাইলি নারীদেরকে ধর্ষণের ভিত্তিহীন অভিযোগকে জাতিসংঘ মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস আমলে না নেয়ায় এই পদক্ষেপ নিয়েছে দখলদার সরকার।

ইসরাইলের পররাষ্ট্রমন্ত্রী ইসরাইল কাৎজ গতকাল (সোমবার) ঘোষণা করেছেন, ইসরাইলি বন্দীদের ওপর ধর্ষণের অভিযোগ নিয়ে জাতিসংঘে নিযুক্ত রাষ্ট্রদূতের সাথে পরামর্শ করার জন্য রাষ্ট্রদূত গিলাদ এরদানকে শিগগিরি তিনি দেশে ডেকে পাঠাবেন।

ইসরাইলি নারীদের ওপর ধর্ষণের অভিযোগ আমলে নিয়ে তা নিরাপত্তা পরিষদে তুলতে জাতিসংঘ মহাসচিব ব্যর্থ হয়েছেন বলে পররাষ্ট্রমন্ত্রী কাৎজ তীর্যক মন্তব্য করেছেন। এর পাশাপাশি হামাসকে সন্ত্রাসী সংগঠন হিসেবে ঘোষণা না করায় ইসরাইলি পররাষ্ট্রমন্ত্রী জাতিসংঘ মহাসচিবের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করেন।

গাজা যুদ্ধ শুরুর পর থেকেই ইসরাইল দাবি করে আসছে- গাজায় বন্দি নারীদের ওপর হামাস যোদ্ধারা যৌন নির্যাতন চালিয়েছে এবং বিষয়টি আন্তর্জাতিক অঙ্গনে সত্য বলে প্রতিষ্ঠা করার জন্য উঠেপড়ে লেগেছে। কিন্তু জাতিসংঘ এ পর্যন্ত বিষয়টিকে আমলে নেয়নি। এতে ইসরাইল জাতিসংঘের ওপর আরো চাপ সৃষ্টির জন্য রাষ্ট্রদূত প্রত্যাহারের সিদ্ধান্ত নিয়েছে বলে পর্যবেক্ষকরা মনে করছেন।#

পার্সটুডে/এসআইবি/৫

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।