দায় স্বীকার করেছে ইয়েমেন
হামলার শিকার মার্কিন বাল্ক জাহাজ; ৩ ক্রু নিখোঁজ, ৪ জন অগ্নিদগ্ধ
-
হামলার শিকার মার্কিন বাল্ক জাহাজ ট্রু কনফিডেন্স
ইয়েমেনের দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় এডেন বন্দরের কাছে আমেরিকার একটি বাল্ক জাহাজে হামলা হয়েছে। জাহাজটিতে ইয়েমেনের পক্ষ থেকে প্রতিশোধমূলক হামলা চালানো হয় বলে মনে করা হচ্ছে।
ব্রিটিশ মেরিটাইম সিকিউরিটি ফার্ম আমব্রে বলছে, বারবাডোজের পতাকাবাহী মার্কিন ওই জাহাজটির কাছে একটি বিস্ফোরণের ঘটনা ঘটেছে। সংস্থাটি বলছে, বিভিন্ন রিপোর্ট থেকে নিশ্চিত হওয়া গেছে যে, আমেরিকার এই বাল্ক জাহাজটিতে হামলা এবং তাতে ক্ষয়ক্ষতি হয়েছে। পরে জাহাজে উদ্ধার কাজ পরিচালনা করা হয়। অ্যামব্রে আরো বলেছে, ক্ষতিগ্রস্ত জাহাজের আশপাশে সর্বশেষ একটি ভারতীয় নৌবাহিনীর সামরিক জাহাজকে দেখা গেছে।
শিপিং সোর্সের বরাত দিয়ে বার্তা সংস্থা রয়টার্স বলছে, মার্কিন বাল্ক জাহাজ ট্রু কনফিডেন্স থেকে তিনজন ক্রু নিখোঁজ এবং চার ক্রু মারাত্মকভাবে অগ্নিদগ্ধ হয়েছে। পাশাপাশি জাহাজটি সম্ভবত চলাচলের অযোগ্য হয়ে পড়েছে।
আমেরিকার এক সেনা কর্মকর্তা বলছেন, জাহাজ থেকে ধোঁয়া উড়তে দেখা গেছে। নাম প্রকাশে অনিচ্ছুক ওই কর্মকর্তা বলেন, জাহাজটির কাছে একটি লাইফবোট দেখা গেছে।
ইয়েমেনের সামরিক বাহিনীর মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল ইয়াহিয়া সারিয়ি বলেছেন, জাহাজটিতে উপযুক্ত অস্ত্র দিয়ে হামলা চালানো হয়েছে। তিনি বলেন, নৌবাহিনীর পক্ষ থেকে সতর্কমূলক বার্তা দেয়ার পরও মার্কিন জাহাজের ক্রুরা ওই বার্তা মানতে অস্বীকার করার কারণে জাহাজটিতে হামলা চালানো হয়।#
পার্সটুডে/এসআইবি/৭
পার্সটুডে/এসআইবি/৭
বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।