‘শিফা হাসপাতাল পরিস্থিতির ব্যাপারে আন্তর্জাতিক সমাজের নীরবতা লজ্জাজনক’
https://parstoday.ir/bn/news/west_asia-i135962-শিফা_হাসপাতাল_পরিস্থিতির_ব্যাপারে_আন্তর্জাতিক_সমাজের_নীরবতা_লজ্জাজনক’
অবরুদ্ধ গাজা উপত্যকার আল-শিফা হাসপাতালে ইসরাইলি সেনাদের ভয়াবহ তাণ্ডবের ব্যাপারে আন্তর্জাতিক সমাজের ‘লজ্জাজনক নীরবতার’ তীব্র সমালোচনা করেছে হামাস।
(last modified 2025-07-29T12:16:04+00:00 )
মার্চ ২৫, ২০২৪ ০৯:৫৯ Asia/Dhaka
  • ‘শিফা হাসপাতাল পরিস্থিতির ব্যাপারে আন্তর্জাতিক সমাজের নীরবতা লজ্জাজনক’

অবরুদ্ধ গাজা উপত্যকার আল-শিফা হাসপাতালে ইসরাইলি সেনাদের ভয়াবহ তাণ্ডবের ব্যাপারে আন্তর্জাতিক সমাজের ‘লজ্জাজনক নীরবতার’ তীব্র সমালোচনা করেছে হামাস।

সংগঠনটি এক বিবৃতিতে বলেছে, হাসপাতালটিতে ইসরাইলি আগ্রাসন প্রমাণ করে, আন্তর্জাতিক সমাজ ও জাতিসংঘ ওই আগ্রাসন ঠেকাতে চরমভাবে ব্যর্থ হয়েছে। আন্তর্জাতিক সমাজ ইসরাইলের প্রধান মিত্র আমেরিকাকে তেল আবিবের কাছে অস্ত্র সরবরাহ বন্ধ করাতে বাধ্য করতে পারছে না।  

হামাসের বিবৃতিতে আরো বলা হয়েছে, আন্তর্জাতিক সমাজ ইসরাইলের গণহত্যা মেশিনকে বন্ধ করতে নৈতিকভাবে ব্যর্থতার পরিচয় দিয়েছে।

হামাস এমন সময় এ বক্তব্য দিয়েছে যখন গত সাত দিন ধরে গাজার বৃহত্তম শিফা হাসপাতালে ভয়াবহ আগ্রাসন চালাচ্ছে দখলদার সেনারা। তারা সেখানে চিকিৎসা নিতে আসা শত শত রোগী ও আশ্রয় গ্রহণকারী হাজার হাজার মানুষকে লক্ষ্য করে নির্বিচারে গুলি চালাচ্ছে।

একজন ফিলিস্তিনি নারী প্রত্যক্ষদর্শী বলেছেন, ইসরাইলি সেনারা শিফা হাসপাতালে নারীদের হত্যা করার আগে ধর্ষণ করছে। দখলদার সেনারা ওই হাসাপালে গত এক সপ্তাহে ১৭০ ব্যক্তিকে হত্যা করার কথা স্বীকার করেছে। এছাড়া, তারা আরো প্রায় এক হাজার মানুষকে ধরে নিয়ে গেছে। হাসপাতালটিতে আহত ব্যক্তিদের চিকিৎসা সেবা মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে।#

পার্সটুডে/এমএমআই/জিএআর/২৫