সিরিয়ার মাটিতে মার্কিন সেনাদের অবৈধ উপস্থিতির অবসান ঘটাতে হবে: দামেস্ক
(last modified Wed, 27 Mar 2024 07:05:13 GMT )
মার্চ ২৭, ২০২৪ ১৩:০৫ Asia/Dhaka
  • সিরিয়ার মাটিতে মার্কিন সেনাদের অবৈধ উপস্থিতির অবসান ঘটাতে হবে: দামেস্ক

সিরিয়ার পূর্বাঞ্চলীয় দেইর আজ-জাওয়ার প্রদেশে দখলদার মার্কিন সেনারা সর্বসম্প্রতিক যে আগ্রাসন চালিয়েছে তার কঠোর নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে দামেস্ক সরকার।

গতকাল (মঙ্গলবার) সিরিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, আমেরিকা নিজেকে সারাবিশ্বের পুলিশ হিসেবে বিবেচনা করে এবং এর মধ্যদিয়ে তারা আন্তর্জাতিক আইন ও মানবাধিকার বিষয়ক আইন দুটোই লঙ্ঘন করে।

সোমবার দেইর আজ-জাওয়ার প্রদেশে যে হামলা হয়েছে তার প্রতিবাদে সিরিয়া সরকার জোরালো ভাষায় বলেছে, সিরিয়া থেকে মার্কিন সেনাদের অবৈধ উপস্থিতির অবশ্যই অবসান ঘটাতে হবে। সিরিয়ায় সন্ত্রাসবাদ-বিরোধী লড়াইয়ের নামে দখলদারিত্ব কায়েম করে মার্কিন সেনারা উগ্র সন্ত্রাসী গোষ্ঠী দায়েশের মতো সংগঠনগুলোকে অর্থ ও অন্য সব ধরনের সমর্থন দিয়ে যাচ্ছে বলেও পররাষ্ট্র মন্ত্রণালয় অভিযোগ করেছে।

দেইর আজ-জাওয়ার প্রদেশে সন্ত্রাসী হামলা চালানোর অপরাধে আগ্রাসীদের আন্তর্জাতিক আইন অনুসারে বিচারের মুখোমুখি করা হবে বলে অঙ্গীকার ব্যক্ত করেছে সিরিয়া। একই সাথে সিরিয়ার মাটিতে মার্কিন সেনাদের অবৈধ উপস্থিতির অবসান ঘটানোর বিষয়ে কার্যকর ব্যবস্থা নেয়ার জন্য আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি আহ্বান জানিয়েছে দামেস্ক।

সিরিয়ার একটি সামরিক সূত্র জানিয়েছে, সোমবার মার্কিন হামলায় দেইর আজ-জাওয়ার প্রদেশের তিনটি শহরে বেশ কয়েকটি ভবন মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে এবং সিরিয়ার সাত সেনা নিহত এবং ১৯ সেনা আহত হয়েছে। এর পাশাপাশি ১৩ জন বেসামরিক নাগরিক আহত ও বিপুল পরিমাণ বস্তুগত ক্ষয়ক্ষতি হয়েছে।#

পার্সটুডে/এসআইবি/২৭

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।

 

 

ট্যাগ