ইসরাইলের ওভদা বিমানঘাঁটিতে হামলা চালালো ইরাকের প্রতিরোধ যোদ্ধারা
https://parstoday.ir/bn/news/west_asia-i136804-ইসরাইলের_ওভদা_বিমানঘাঁটিতে_হামলা_চালালো_ইরাকের_প্রতিরোধ_যোদ্ধারা
ইরাকের ইসলামী প্রতিরোধ যোদ্ধারা ইহুদিবাদী ইসরাইলের ওভদা বিমানঘাঁটিতে হামলা চালিয়েছে। গতকাল (শুক্রবার) টেলিগ্রাম চ্যানেলে প্রকাশিত এক বিবৃতিতে এই হামলার কথা ঘোষণা করেছে ইরাকের প্রতিরোধ যোদ্ধারা। 
(last modified 2025-09-29T12:37:45+00:00 )
এপ্রিল ২০, ২০২৪ ১২:৫৯ Asia/Dhaka
  • ইসরাইলের ওভদা বিমানঘাঁটিতে হামলা চালালো ইরাকের প্রতিরোধ যোদ্ধারা

ইরাকের ইসলামী প্রতিরোধ যোদ্ধারা ইহুদিবাদী ইসরাইলের ওভদা বিমানঘাঁটিতে হামলা চালিয়েছে। গতকাল (শুক্রবার) টেলিগ্রাম চ্যানেলে প্রকাশিত এক বিবৃতিতে এই হামলার কথা ঘোষণা করেছে ইরাকের প্রতিরোধ যোদ্ধারা। 

বিবৃতিতে বলা হয়েছে, “দখলদারদের বিরুদ্ধে অব্যাহত প্রতিরোধের অংশ হিসেবে ও গাজায় আমাদের জনগণের প্রতি সমর্থন জানিয়ে এবং গাজায় দখলদার ইসরাইল নারী-শিশুসহ যে বেসামরিক জনগণকে হত্যা করছে তার প্রতিবাদে ওভদা বিমানঘাঁটিতে ড্রোন দিয়ে হামলা চালানো হয়েছে।” প্রতিরোধ যোদ্ধারা বিবৃতিতে স্পষ্ট করে বলেছে, ইহুদিবাদী ইসরাইলি সেনাদের বর্বর আগ্রাসন বন্ধ না হওয়া পর্যন্ত এ ধরনের হামলা অব্যাহত থাকবে। 

গত ৭ অক্টোবর গাজা-ইসরাইল যুদ্ধ শুরুর পর থেকে ইরাকের প্রতিরোধ যোদ্ধারা ইসরাইলের বিভিন্ন সামরিক স্থাপনা ও লক্ষ্যবস্তুর ওপর হামলা চালিয়ে আসছে। ইহুদিবাদী ইসরাইলিদের বর্বর আগ্রাসনে এ পর্যন্ত গাজায় ৩৪ হাজারের বেশি ফিলিস্তিনি শহীদ হয়েছেন।#

পার্সটুডে/এসআইবি/২০

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন