খান ইউনুসে গণকবর নিয়ে তদন্ত চাইলো ওআইসি 
(last modified Tue, 23 Apr 2024 06:23:41 GMT )
এপ্রিল ২৩, ২০২৪ ১২:২৩ Asia/Dhaka
  • গণকবর থেকে ফিলিস্তিনি শহীদের লাশ তোলা হচ্ছে
    গণকবর থেকে ফিলিস্তিনি শহীদের লাশ তোলা হচ্ছে

ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকার খান ইউনুস শহরের নাসের হাসপাতাল চত্বরে যে শত শত মানুষের গণকবরের সন্ধান পাওয়া গেছে সে ব্যাপারে আন্তর্জাতিক তদন্তের আহ্বান জানিয়েছে ইসলামী সহযোগিতা সংস্থা বা ওআইসি। 

৫৭ জাতির এ সংস্থাটি গতকাল (সোমবার) এক বিবৃতিতে হাসপাতাল চত্বরে অসহায় নারী, শিশু ও বৃদ্ধদের হত্যা করে ইসরাইল যে যুদ্ধাপরাধ, মানবতাবিরোধী অপরাধ এবং সঙ্ঘবদ্ধ রাষ্ট্রীয় সন্ত্রাসবাদ চালিয়েছে তার নিন্দা জানিয়েছে। 

ওআইসি বলেছে, “ইহুদিবাদী ইসরাইল হাসপাতালের চিকিৎসাকর্মী, রোগী এবং যেসমস্ত উদ্বাস্তু সেখানে আশ্রয় নিয়েছিল তাদেরকে হত্যা করেছে। শত শত উদ্বাস্তু, আহত ব্যক্তি,  অসুস্থ মানুষ এবং চিকিৎসাকর্মীরা বর্বর নির্যাতন এবং হত্যাকাণ্ডের শিকার হয়েছে যাদেরকে গণভাবে কবর দিয়েছে।”

এই অপরাধযজ্ঞের বিরুদ্ধে তদন্ত করার জন্য ওআইসি আন্তর্জাতিক অপরাধ আদালত এবং আন্তর্জাতিক বিচার আদালতের প্রতি তাদের দায়িত্ব পালনের আহ্বান জানিয়েছে।

গতকাল (সোমবার) ফিলিস্তিনের সিভিল ডিফেন্স কর্মীরা খান ইউনুস শহরের নাসের হাসপাতাল চত্বরে আবিষ্কৃত গণকবর থেকে ৭৩টি লাশ উদ্ধারের কথা ঘোষণা করে। এর আগের দিনও সেখান থেকে বহু ফিলিস্তিনি নাগরিকের মৃতদেহ উদ্ধার করা হয়। এ পর্যন্ত নাসের হাসপাতালে চত্বর থেকে প্রায় ৩০০টি মৃতদেহ উদ্ধার করা হয়েছে যার বেশিরভাগই নারী, শিশু এবং বৃদ্ধ লোকজনের।

গত মাসে ইসরাইলি বর্বর সেনারা নাসের হাসপাতাল অবরুদ্ধ করে সেখানে আগ্রাসন চালায় এবং এ সমস্ত মানুষকে হত্যা করে।#

পার্সটুডে/এসআইবি/২৩

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন