দখলদারদের বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপের আহ্বান জানালো ওআইসি 
https://parstoday.ir/bn/news/west_asia-i137348-দখলদারদের_বিরুদ্ধে_নিষেধাজ্ঞা_আরোপের_আহ্বান_জানালো_ওআইসি
ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় ইহুদিবাদী ইসরাইল যে বর্বর আগ্রাসন চালাচ্ছে তার কঠোর নিন্দা ও সমালোচনা করেছে ইসলামী সহযোগিতা সংস্থা বা ওআইসি। এই অপরাধের জন্য ইহুদিবাদী ইসরাইলের বিরুদ্ধে আন্তর্জাতিক নিষেধাজ্ঞা আরোপেরও আহ্বান জানিয়েছে ৫৭ জাতির মুসলিম এ সংস্থাটি। 
(last modified 2025-07-29T12:16:04+00:00 )
মে ০৬, ২০২৪ ১২:২২ Asia/Dhaka
  • দখলদারদের বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপের আহ্বান জানালো ওআইসি 

ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় ইহুদিবাদী ইসরাইল যে বর্বর আগ্রাসন চালাচ্ছে তার কঠোর নিন্দা ও সমালোচনা করেছে ইসলামী সহযোগিতা সংস্থা বা ওআইসি। এই অপরাধের জন্য ইহুদিবাদী ইসরাইলের বিরুদ্ধে আন্তর্জাতিক নিষেধাজ্ঞা আরোপেরও আহ্বান জানিয়েছে ৫৭ জাতির মুসলিম এ সংস্থাটি। 

গাম্বিয়ার রাজধানী বানজুলে ওআইসি’র ১৫তম শীর্ষ সম্মেলন শেষে গৃহীত প্রস্তাবে এই আহ্বান জানানো হয়। গত ৪ ও ৫ মে বানজুলে ওআইসি’র শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। 

সংস্থাটি বলেছে, গাজায় অপরাধযজ্ঞ এবং গণহত্যা বন্ধের জন্য ইসরাইলের কাছে অস্ত্র ও গোলাবারুদ রপ্তানির ওপর নিষেধাজ্ঞা আরোপ করা উচিত। কারণ বিভিন্ন দেশের কাছ থেকে পাওয়া অস্ত্র ব্যবহার করে ইসরাইল গাজায় গণহত্যা চালাতে উৎসাহিত হচ্ছে। 

ফিলিস্তিনি জনগণের বিরুদ্ধে দখলদার এই শক্তি যে বর্বর যুদ্ধ চাপিয়ে দিয়েছে তা বন্ধের জন্য তেল আবিবের বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপসহ আইনগত চাপ সৃষ্টির জন্য সদস্য দেশগুলোর প্রতি প্রচেষ্টা জোরদার করার আহ্বান জানানো হয়েছে। এছাড়া, গাজা উপত্যকায় এখনই নিঃশর্ত ও স্থায়ীভাবে যুদ্ধবিরতির আহ্বান জানিয়েছে ওআইসি।#

পার্সটুডে/এসআইবি/জিএআর/৬