'রাফাহ'য় ইসরাইলি আগ্রাসন মধ্যপ্রাচ্যে বিপর্যয় সৃষ্টি করছে'
https://parstoday.ir/bn/news/west_asia-i137416-'রাফাহ'য়_ইসরাইলি_আগ্রাসন_মধ্যপ্রাচ্যে_বিপর্যয়_সৃষ্টি_করছে'
ফিলিস্তিনের ইসলামী প্রতিরোধ আন্দোলন হামাস হুঁশিয়ারি উচ্চারণ করে বলেছে, ইহুদিবাদী ইসরাইল ঘনবসতিপূর্ণ রাফাহ শহরে আগ্রাসন চালানোর মধ্যদিয়ে পুরো মধ্যপ্রাচ্যকে ভয়াবহ বিপর্যয়ের মুখে ঠেলে দিয়েছে। ইসরাইলের এই আগ্রাসনে অবরুদ্ধ গাজা উপত্যকায় মানবিক বিপর্যয় সৃষ্টি হবে। 
(last modified 2025-07-29T12:16:04+00:00 )
মে ০৮, ২০২৪ ১২:১৭ Asia/Dhaka
  • 'রাফাহ'য় ইসরাইলি আগ্রাসন মধ্যপ্রাচ্যে বিপর্যয় সৃষ্টি করছে'

ফিলিস্তিনের ইসলামী প্রতিরোধ আন্দোলন হামাস হুঁশিয়ারি উচ্চারণ করে বলেছে, ইহুদিবাদী ইসরাইল ঘনবসতিপূর্ণ রাফাহ শহরে আগ্রাসন চালানোর মধ্যদিয়ে পুরো মধ্যপ্রাচ্যকে ভয়াবহ বিপর্যয়ের মুখে ঠেলে দিয়েছে। ইসরাইলের এই আগ্রাসনে অবরুদ্ধ গাজা উপত্যকায় মানবিক বিপর্যয় সৃষ্টি হবে। 

গতকাল (মঙ্গলবার) এক বিবৃতিতে হামাস এই হুঁশিয়ারি উচ্চারণ করেছে। বিবৃতিতে বলা হয়েছে, চলমান যুদ্ধবিরোধী চুক্তির প্রক্রিয়াকে নস্যাৎ করার লক্ষ্যে ইসরাইল রাফাহ ক্রসিংয়ে আগ্রাসন চালিয়েছে।

গত ১২ ঘন্টায় ইহুদিবাদী ইসরাইল রাফাহ শহরে অন্তত ৩৬ জন ফিলিস্তিনিকে হত্যা করেছে যার মধ্যে বেশিরভাগই নারী ও শিশু।

হামাসের বিবৃতিতে বলা হয়েছে, গাজার কারেম শালোম ক্রসিং পয়েন্ট বন্ধ করে দিয়ে ইহুদিবাদী ইসরাইল মধ্যপ্রাচ্যকে একটা বিপর্যয়ের মধ্যে ঠেলে দিয়েছে এবং ফিলিস্তিনি জনগোষ্ঠীকে অভুক্ত রেখে হত্যার নীতি বাস্তবায়ন অব্যাহত রেখেছে। 

বিভিন্ন খবরে বলা হচ্ছে, রাফাহ শহরে ইসরাইল যদি পূর্ণমাত্রায় আগ্রাসন চালায় তাহলে অন্তত ১০ লাখ মানুষ নতুন করে উদ্বাস্তু হবে। এছাড়া, রাফা ক্রসিং বন্ধ করে দেয়ার কারণে সেখানকার আহত ও অসুস্থ মানুষ গাজা উপত্যকার বাইরে চিকিৎসা সেবা নেয়ার সুবিধা থেকে বঞ্চিত হবে।#

পার্সটুডে/এসআইবি/৮

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।