ইসরাইলের উত্তরাঞ্চলকে ভূতুড়েপুরিতে পরিণত করেছে হিজবুল্লাহ
(last modified Tue, 18 Jun 2024 11:53:55 GMT )
জুন ১৮, ২০২৪ ১৭:৫৩ Asia/Dhaka
  • ইসরাইলের উত্তরাঞ্চলকে ভূতুড়েপুরিতে পরিণত করেছে হিজবুল্লাহ

পার্সটুডে-ইসরাইলি গণমাধ্যমগুলো স্বীকার করেছে, লেবাননের হিজবুল্লাহ ইসরাইলের উত্তরাঞ্চলে হামলা শুরু করার পর "আল-জালিল" এবং "অধিকৃত গোলান" মালভূমির ৫ হাজার ২০০ হেক্টর জমি আগুনে জ্বলছে। এই ক্ষয়ক্ষতি ইসরাইলিদের জন্য এককথায় অপূরণীয়। এই ক্ষয়ক্ষতির ফলে বিশেষ করে ক্ষমতাসীন ইসরাইল সরকারের জন্য বড় রকমের সংকট তৈরি হয়েছে।

পার্সটুডে-এর মতে ইসরায়েলি মিডিয়া জোর দিয়ে বলেছে যে যুদ্ধের ফলে "আল-জালিল" এবং "অধিকৃত গোলান" অঞ্চলে সৃষ্ট বিপুল পরিমাণ ক্ষয়ক্ষতি কাটিয়ে উঠতে কয়েক বছর সময় লাগবে।

অপরদিকে, হিব্রু মিডিয়া জানিয়েছে, লেবাননের হিজবুল্লাহ তাদের দেশ ও ইসরাইলের সীমান্তে যুদ্ধ শুরুর পর থেকে আল-জলিলে অন্তত ৬ হাজার রকেট এবং ড্রোন নিক্ষেপ করেছে।

মিডিয়াগুলো স্বীকার করেছে ইসরাইলের উত্তরাঞ্চলে লেবাননের হিজবুল্লাহর রকেট ও ড্রোন হামলার ঘটনায় ওইসব এলাকার ইহুদিবাদী বসতিগুলো ভূতুড়েপুরিতে পরিণত হয়েছে।

ইসরাইলি মিডিয়াগুলোও বর্তমান সরকারের সাথে যুদ্ধে লেবাননের হিজবুল্লাহর অর্জনের কথা স্বীকার করেছে। মিডিয়াগুলো জানিয়েছে, হিজবুল্লাহর বিমান প্রতিরক্ষা ব্যবস্থা ইসরাইলি ড্রোনগুলোকে ধ্বংস করতে সফল হয়েছে। হিজবুল্লাহর এই সাফল্য ইসরাইলের জন্য চরম হতাশাজনক এবং উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে।

ইতোপূর্বে ইহুদিবাদী ইউনিভার্সিটি 'বার ইলানে'র রাষ্ট্রবিজ্ঞান বিভাগের চেয়ারম্যান আশের কোহেনও আল-জালিলে একটি নিরাপত্তা বেল্ট প্রতিষ্ঠায় ইসরাইলের গুরুতর ব্যর্থতার প্রতি ইঙ্গিত করেছিলেন। তিনি জোর বলেছেন: লেবাননের পরিস্থিতি পরিবর্তিত হয়েছে। লিথানি নদীর পেছন থেকে ছোঁড়া হিজবুল্লাহর ক্ষেপণাস্ত্রগুলোকে প্রতিহত করা যাচ্ছে না।

বার ইলান ইউনিভার্সিটির ওই রাষ্ট্রবিজ্ঞানী উদ্ভুত পরিস্থিতি বিবেচনা করে আরও বলেন: ইসরাইলি বসতি স্থাপনকারীরা ইসরাইলের উত্তরাঞ্চলে তাদের আবাসস্থলে আর ফিরবে না।#

পার্সটুডে/এনএম/১৮

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন