সামরিক বিশেষজ্ঞরা বৈরুত পৌঁছেছেন
লেবাননে হামলা হলে ইসরাইলের বিরুদ্ধে যুদ্ধ করবে ইরাকি প্রতিরোধ যোদ্ধারা
ইরাকের ইসলামী প্রতিরোধ যোদ্ধাদের জোট পপুলার মোবিলাইজেশন ইউনিট বা পিএমইউ ঘোষণা করেছে, ইহুদিবাদী ইসরাইল যদি লেবাননে আগ্রাসন চালায় তাহলে তারা তেল আবিবের বিরুদ্ধে যুদ্ধ করার জন্য প্রস্তুত রয়েছে।
গতকাল (বুধবার) ফরাসি বার্তা সংস্থা এএফপি-কে দেয়া এক সাক্ষাৎকারে একজন ফিল্ড কমান্ডার বলেছেন, লেবাননের বিরুদ্ধে পূর্ণমাত্রায় আগ্রাসন চালালে হামলার বদলে হামলা হবে। নাম প্রকাশে অনিচ্ছুক ওই কমান্ডার বলেন, এরইমধ্যে তারা লেবাননে সামরিক বিশেষজ্ঞ ও উপদেষ্টা পাঠিয়েছেন।
এদিকে, ইরাকের রাষ্ট্রবিজ্ঞানী আলী বায়দার হুঁশিয়ারি উচ্চারণ করে বলেছেন, ইহুদিবাদী ইসরাইল এবং লেবাননের হিজবুল্লাহ আন্দোলনের মধ্যে যুদ্ধ শুরু হলে তা শুধুমাত্র লেবাননের ভূখণ্ডে সীমাবদ্ধ থাকবে না। ইরাক এবং এই অঞ্চলের সমস্ত সশস্ত্র সংগঠন এই যুদ্ধে জড়িয়ে পড়বে।
ইসলামি প্রজাতন্ত্র ইরান বলেছে, লেবাননে পূর্ণমাত্রায় আগ্রাসন চালালে সর্বাত্মক সহযোগিতা নিয়ে হিজবুল্লাহর পাশে থাকবে তেহরান।#
পার্সটুডে/এসআইবি/৪
বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।