গাজা উপত্যকা থেকে তেল আবিবে রকেট হামলা চালাল হামাস
https://parstoday.ir/bn/news/west_asia-i140586-গাজা_উপত্যকা_থেকে_তেল_আবিবে_রকেট_হামলা_চালাল_হামাস
গাজা উপত্যকায় ইহুদিবাদী ইসরাইলের চলমান গণহত্যার প্রতিবাদে এই উপত্যকা থেকে তেল আবিবে রকেট হামলা চালিয়েছে ফিলিস্তিনের ইসলামি প্রতিরোধ আন্দোলন হামাস।
(last modified 2025-09-29T12:37:45+00:00 )
আগস্ট ১৪, ২০২৪ ০৯:১১ Asia/Dhaka
  • তেল আবিবে হামাসের রকেট
    তেল আবিবে হামাসের রকেট

গাজা উপত্যকায় ইহুদিবাদী ইসরাইলের চলমান গণহত্যার প্রতিবাদে এই উপত্যকা থেকে তেল আবিবে রকেট হামলা চালিয়েছে ফিলিস্তিনের ইসলামি প্রতিরোধ আন্দোলন হামাস।

হামাসের সামরিক বাহিনী ইজ্জাদ্দিন আল-কাসসাম ব্রিগেড এক বিবৃতিতে বলেছে, গাজা উপত্যকা জুড়ে মঙ্গলবার ইসরাইলি বিমান হামলায় ১৯ ফিলিস্তিনি নিহত হওয়ার পর তেল আবিবে রকেট হামলা চালানো হয়েছে।

বিবৃতিতে বলা হয়েছে, গাজার বেসামরিক নাগরিকদের ওপর গণহত্যা ও উপত্যকার নাগরিকদের জোর করে এক স্থান থেকে অন্য স্থানে তাড়িয়ে বেড়ানোর প্রতিবাদে তেল আবিবে দু’টি এম৯০ ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয়েছে। 

ইসরাইলি গণমাধ্যমগুলো জানিয়েছে, ইসরাইলের রাজধানী তেল আবিবে একাধিক বিস্ফোরণের শব্দ শোনা গেছে। তবে ইসরাইলি সেনাবাহিনী দাবি করেছে, গাজা থেকে নিক্ষিপ্ত রকেটগুলোর একটি তেল আবিবের উপকূলে পড়েছে এবং আরেকটি তেল আবিবে পৌঁছাতে পারেনি। এ হামলায় কেউ হতাহত হয়নি বলে ইহুদিবাদী বাহিনী দাবি করেছে।

এর আগে মঙ্গলবারই গাজার মধ্য ও দক্ষিণাঞ্চলে ইসরাইলি বিমান হামলায় অন্তত ১৯ ফিলিস্তিনি নিহত হন।

এদিকে গাজায় যুদ্ধবিরতি প্রতিষ্ঠা করে পণবন্দিদের মুক্ত করার আলোচনা আবার শুরু করার আহ্বান জানিয়েছে আমেরিকা, কাতার ও মিশর। বিগত কয়েক মাস ধরে এই তিন দেশ যুদ্ধবিরতির আলোচনায় মধ্যস্থতা করার চেষ্টা চালিয়ে এসেছে। চলতি সপ্তাহের আরো পরের দিকে এ সংক্রান্ত আলোচনা আবার শুরু হতে পারে বলে আভাস পাওয়া গেছে। #

পার্সটুডে/এমএমআই/এমএআর/১৪