মানবাধিকার কর্মীদের পক্ষ থেকে ফিলিস্তিনিদের অধিকার উপেক্ষা; প্রতিবাদ জানালেন ফিলিস্তিনি কূটনীতিক
https://parstoday.ir/bn/news/west_asia-i141780-মানবাধিকার_কর্মীদের_পক্ষ_থেকে_ফিলিস্তিনিদের_অধিকার_উপেক্ষা_প্রতিবাদ_জানালেন_ফিলিস্তিনি_কূটনীতিক
পার্সটুডে- আন্তর্জাতিক মানবাধিকার সংগঠনগুলো ফিলিস্তিনি জনগণের অধিকার রক্ষা করার ব্যাপারে যে রহস্যজনক নীরবতা পালন করছে তার বিরুদ্ধে প্রতিবাদ জানিয়েছেন জাতিসংঘে নিযুক্ত ফিলিস্তিনি কূটনীতিক মোহাম্মাদ সাফফা।
(last modified 2025-07-29T12:16:04+00:00 )
সেপ্টেম্বর ১৯, ২০২৪ ১০:০৬ Asia/Dhaka
  • মানবাধিকার কর্মীদের পক্ষ থেকে ফিলিস্তিনিদের অধিকার উপেক্ষা; প্রতিবাদ জানালেন ফিলিস্তিনি কূটনীতিক

পার্সটুডে- আন্তর্জাতিক মানবাধিকার সংগঠনগুলো ফিলিস্তিনি জনগণের অধিকার রক্ষা করার ব্যাপারে যে রহস্যজনক নীরবতা পালন করছে তার বিরুদ্ধে প্রতিবাদ জানিয়েছেন জাতিসংঘে নিযুক্ত ফিলিস্তিনি কূটনীতিক মোহাম্মাদ সাফফা।

তিনি সামাজিক মাধ্যম এক্স-এ নিজের টাইমলাইনে প্রকাশিত এক পোস্টে লিখেছেন: গাজার ঘটনা আমার সামনে একথা দিবালোকের মতো স্পষ্ট করে দিয়েছে যে, যারা মানবাধিকার রক্ষা করার নামে গলা ফাটায় তাদের বেশিরভাগ কেবল তখনই তৎপর হয়ে ওঠে যখন বিশেষ কিছু ব্যক্তি বা গোষ্ঠীর অধিকার লঙ্ঘিত হয়।  

জাতিসংঘে নিযুক্ত এই ফিলিস্তিনি কূটনীতিক আরো লিখেছেন: গাজায় কোনো যুদ্ধ হচ্ছে না, বরং এখানে চলছে গণহত্যা ও জাতিগত শুদ্ধি অভিযান।

ইহুদিবাদী ইসরাইল ২০২৩ সালের ৭ অক্টোবর থেকে পশ্চিমা দেশগুলোর সার্বিক পৃষ্ঠপোষকতা নিয়ে গাজা উপত্যকা ও পশ্চিম তীরের নিরপরাধ ও নির্যাতিত ফিলিস্তিনি জনগণের বিরুদ্ধে ভয়াবহ গণহত্যা শুরু করে।

গাজার স্বাস্থ্য বিভাগের পক্ষ থেকে প্রকাশিত সর্বশেষ পরিসংখ্যান থেকে জানা যায়, ইসরাইলি গণহত্যার শিকার হয়ে এ পর্যন্ত প্রায় ৪১ হাজার ফিলিস্তিনি শহীদ ও ৯৫ হাজারের বেশি মানুষ আহত হয়েছেন। হতাহতের উল্লেখযোগ্য অংশই হচ্ছে নারী ও শিশু।#

পার্সটুডে/এমএমআই/১৯

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন