নাসরুল্লাহ শহীদ হওয়ার পর হিজবুল্লাহর প্রতি জর্ডানিদের সমর্থন ব্যাপকভাবে বেড়েছে
https://parstoday.ir/bn/news/west_asia-i142202-নাসরুল্লাহ_শহীদ_হওয়ার_পর_হিজবুল্লাহর_প্রতি_জর্ডানিদের_সমর্থন_ব্যাপকভাবে_বেড়েছে
গাজা ও লেবাননে ইহুদিবাদী শাসক গোষ্ঠীর অপরাধযজ্ঞের ধারাবাহিকতায় ফিলিস্তিন সমর্থন ফ্রন্টে অংশগ্রহণের কারণে জর্ডানবাসীরা হিজবুল্লাহর দিকে ঝুঁকছে।
(last modified 2025-07-29T12:16:04+00:00 )
সেপ্টেম্বর ৩০, ২০২৪ ২১:১০ Asia/Dhaka
  • নাসরুল্লাহ শহীদ হওয়ার পর হিজবুল্লাহর প্রতি জর্ডানিদের সমর্থন ব্যাপকভাবে বেড়েছে

গাজা ও লেবাননে ইহুদিবাদী শাসক গোষ্ঠীর অপরাধযজ্ঞের ধারাবাহিকতায় ফিলিস্তিন সমর্থন ফ্রন্টে অংশগ্রহণের কারণে জর্ডানবাসীরা হিজবুল্লাহর দিকে ঝুঁকছে।

হিজবুল্লাহ মহাসচিব সাইয়্যেদ হাসান নাসরুল্লাহর শাহাদাতে জর্ডানের জনগণের প্রতিক্রিয়া উল্লেখ করে একটি প্রতিবেদনে রাই আল-ইয়ুম বলেছে, লাবিক বা নাসরুল্লাহ আম্মানে প্রথমবার শোনা গিয়েছিল এবং গাজার জন্য সমর্থনের কারণে হিজবুল্লাহর প্রতি জর্ডানের জনগণের মধ্যে সমর্থন ব্যাপকভাবে বেড়ে গেছে। পার্সটুডের মতে রাই আলিউম লিখেছেন,  গত কয়েক ঘণ্টায় জর্ডানের রাজধানী আম্মানে হিজবুল্লাহর মহাসচিব সাইয়্যেদ হাসান নাসরুল্লাহর রঙিন ছবি একটি বিশেষ উপায়ে প্রকাশিত হয়েছে। এই মিডিয়া লিখেছে, বৈরুতের শহরতলীতে তার হত্যার নিন্দা জানিয়ে বিক্ষোভ এবং সমাবেশের সময় ঘটেছিল এবং শত শত জর্ডানবাসী বিশেষ উপায়ে নাসরুল্লাহর ছবি তুলেছিল এবং তার হত্যার নিন্দা করেছিল।

এই বিক্ষোভে জর্ডানবাসী ইসরায়েলের বিরুদ্ধে স্লোগান দেয়। রাই আল-ইয়ুম তার প্রতিবেদনে আরো লিখেছে, লেবাননের হিজবুল্লাহ এবং লাবিক নাসরুল্লাহর প্রতি সমর্থনের স্লোগানে গাজার সঙ্গে লেবাননের ভাগ্য প্রকাশিত হয়েছে এবং এটি জর্ডানের মধ্যে প্রথমবারের মতো ঘটছে।

গাজার সমীকরণ জর্ডানবাসীদের মধ্যে পরিস্থিতিকে অশান্ত করেছে এবং গাজার প্রতি এই আন্দোলনের সংহতির কারণে জর্ডানে হিজবুল্লাহর জনপ্রিয়তা বেড়েছে।

রাই আল-ইয়ুম লেবাননের প্রতিরোধের প্রতি জর্ডানের ইসলামী আন্দোলনের নেতাদের অভূতপূর্ব সমর্থনের দিকেও ইঙ্গিত করেছ এবং গাজায় গণহত্যা চালানোর  জন্য তারা ইহুদিবাদী ইসরাইলকে দায়ী করেছেন।#

পার্সটুডে/এমবিএ/৩০

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে  লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন