ইসরাইলি অ্যাপাচি হেলিকপ্টার ভূপাতিত করেছে ফিলিস্তিনি প্রতিরোধ যোদ্ধারা
https://parstoday.ir/bn/news/west_asia-i145272-ইসরাইলি_অ্যাপাচি_হেলিকপ্টার_ভূপাতিত_করেছে_ফিলিস্তিনি_প্রতিরোধ_যোদ্ধারা
পার্সটুডে- ফিলিস্তিনের ইসলামী প্রতিরোধ আন্দোলন "হামাস" এর সামরিক শাখা শহীদ ইজ্জাদ্দিন আল-কাস্সাম ব্রিগেড ইহুদিবাদী ইসরাইলের একটি অ্যাপাচি হেলিকপ্টার ধ্বংস করার কথা জানিয়েছে।
(last modified 2025-07-29T12:16:04+00:00 )
ডিসেম্বর ২৬, ২০২৪ ১৭:৪২ Asia/Dhaka
  • ইসরাইলি অ্যাপাচি হেলিকপ্টার ভূপাতিত করেছে ফিলিস্তিনি প্রতিরোধ যোদ্ধারা
    ইসরাইলি অ্যাপাচি হেলিকপ্টার ভূপাতিত করেছে ফিলিস্তিনি প্রতিরোধ যোদ্ধারা

পার্সটুডে- ফিলিস্তিনের ইসলামী প্রতিরোধ আন্দোলন "হামাস" এর সামরিক শাখা শহীদ ইজ্জাদ্দিন আল-কাস্সাম ব্রিগেড ইহুদিবাদী ইসরাইলের একটি অ্যাপাচি হেলিকপ্টার ধ্বংস করার কথা জানিয়েছে।

তারা আরো জানিয়েছে, গাজা উপত্যকার উত্তরে জাবালিয়া শরণার্থী শিবিরের পশ্চিমে এই হেলিকপ্টারটিকে একটি "SAM-7" ক্ষেপণাস্ত্র দিয় গুলি করে ভূপাতিত করা হয়। পার্সটুডে-এর মতে, আল- কাস্সাম বাহিনী আরও ঘোষণা করেছে যে অন্য একটি অভিযানে, হামাসের একজন যোদ্ধা জাবালিয়া শিবিরের পূর্বে একদল ইসরাইলি সৈন্যের ওপর একটি হাত গ্রেনেড নিক্ষেপ করলে এতে বেশি কিছু সৈন্য হতাহত হয়েছে।

এর আগে বুধবার, শহীদ ইজ্জাদ্দিন আল-কাস্সাম ব্রিগেড গাজা উপত্যকার কেন্দ্রে একটি ইসরাইলি মেরকাভা ট্যাঙ্ক ধ্বংস এবং একটি ইসরাইলি ইভো ম্যাক্স ড্রোন ভূপাতিত করার কথা জানিয়েছিল।  

গাজা উপত্যকার জনগণের বিরুদ্ধে ইসরাইলি অপরাধযজ্ঞ এমন সময় টানা ১৫ তম মাসে প্রবেশ করেছে, যখন আন্তর্জাতিক অপরাধ আদালত ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু এবং সাবেক প্রতিরক্ষামন্ত্রী ইয়োভ গ্যালান্টকে গ্রেপ্তারের নির্দেশ দিয়েছে। গাজার জনগণের সাথে যুদ্ধাপরাধ, মানবতার বিরুদ্ধে অপরাধ এবং দুর্ভিক্ষ পরিস্থিতি সৃষ্টির অভিযোগেনির্দেশে জারি করেছে।

গত বছরের ৭ অক্টোবর থেকে পশ্চিমা দেশগুলোর পূর্ণ সমর্থন নিয়ে ইসরাইল ফিলিস্তিনের নিরস্ত্র এবং নিপীড়িত জনগণের বিরুদ্ধে গাজা উপত্যকায় ভয়াবহ গণহত্যা চালিয়ে যাচ্ছে।

সর্বশেষ রিপোর্ট অনুযায়ী, গাজায় ইহুদিবাদী ইসরাইলের হামলায় ৪৫,০০০ এরও বেশি ফিলিস্তিনি শহীদ এবং ১০৭,০০০ এরও বেশি আহত হয়েছে।#

পার্সটুডে/রেজওয়ান হোসেন/

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।