ফিলিস্তিন-২ হাইপারসনিক ক্ষেপণাস্ত্রের বৈশিষ্ট্য কি?
https://parstoday.ir/bn/news/west_asia-i145350-ফিলিস্তিন_২_হাইপারসনিক_ক্ষেপণাস্ত্রের_বৈশিষ্ট্য_কি
ইয়েমেনের সশস্ত্র বাহিনী এক বিবৃতিতে ঘোষণা করেছে যে তারা ফিলিস্তিনি-২ হাইপারসনিক ক্ষেপণাস্ত্র দিয়ে ইহুদিবাদী ইসরাইলের বেন গুরিওন বিমানবন্দরকে লক্ষ্য করে হামলা চালিয়েছে।
(last modified 2025-07-29T12:16:04+00:00 )
ডিসেম্বর ২৮, ২০২৪ ১৮:৫৫ Asia/Dhaka
  • ফিলিস্তিন-২ হাইপারসনিক ক্ষেপণাস্ত্রের বৈশিষ্ট্য কি?

ইয়েমেনের সশস্ত্র বাহিনী এক বিবৃতিতে ঘোষণা করেছে যে তারা ফিলিস্তিনি-২ হাইপারসনিক ক্ষেপণাস্ত্র দিয়ে ইহুদিবাদী ইসরাইলের বেন গুরিওন বিমানবন্দরকে লক্ষ্য করে হামলা চালিয়েছে।

ইয়েমেনের সশস্ত্র বাহিনীর মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল ইয়াহিয়া সারি এক বিবৃতিতে জানিয়েছেন যে ফিলিস্তিনি জাতিকে সমর্থন এবং গাজার জনগণের বিরুদ্ধে ইহুদিবাদী ইসরাইলের শাসক গোষ্ঠীর অপরাধযজ্ঞের প্রতিশোধ নেয়ার পাশাপাশি ইয়েমেনের বিরুদ্ধে আগ্রাসনের জবাব দেয়ার অংশ হিসেবে দেশের সশস্ত্র বাহিনী এক অনন্য সামরিক অভিযানে তেল আবিবের বেন গুরিওন বিমানবন্দরে ফিলিস্তিন-২ হাইপারসনিক ক্ষেপণাস্ত্র দিয়ে হামলা চালিয়েছে। এতে কয়েকজন আহত হওয়ার পাশাপাশি বিমানবন্দরের কার্যক্রম বন্ধ হয়ে গেছে বলে বিবৃতিতে বলা হয়েছে।     

পার্সটুডের মতে ইয়েমেনি হামলার পর সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহারকারীদের মধ্যে আগ্রহ বেড়েছে তা জানার জন্য যে ফিলিস্তিন-২ হাইপারসনিক ক্ষেপণাস্ত্রের বৈশিষ্ট্য কী?

১.গতি:

ফিলিস্তিন-২ হাইপারসনিক ক্ষেপণাস্ত্রের গতি ম্যাক ১৬ এর সমপরিমান। ফলে যেকোনো প্রতিরক্ষা ব্যবস্থা এই ক্ষেপণাস্ত্রকে আটকাতে ব্যর্থ হয়।

২. ক্ষেপণাস্ত্রের পাল্লা:

ইয়েমেন এবং ইহুদিবাদী ইসরাইল কর্তৃক অধিকৃত ফিলিস্তিনি সীমান্তের মধ্যে সবচেয়ে কম দুরত্ব হচ্ছে ১,৮০০ কিলোমিটার। যদি ক্ষেপণাস্ত্রটি ইয়েমেনি ভূখণ্ডের গভীর অবস্থান থেকে নিক্ষেপ করা হয় এবং এটি অধিকৃত ফিলিস্তিনি ভূখণ্ডের গভীরে অবস্থিত লক্ষ্যবস্তুতে আঘাত হানে তবে ক্ষেপণাস্ত্রের পাল্লা অবশ্যই ২,০০০ কিলোমিটারের বেশি হতে হবে। এই দুরত্বের মধ্যে মধ্যপ্রাচ্যে মোতায়েন মার্কিন সেনাবাহিনী যেটি সেন্টকম নামে পরিচিত তার অধীনে বিভিন্ন ধরনের পশ্চিমা প্রতিরক্ষা ব্যবস্থার স্তর ভেদ করে এই ক্ষেপণাস্ত্রকে যেতে হয়।  

৩. ওজন:

২,০০০ কিলোমিটারের পাল্লাসহ ক্ষেপণাস্ত্রের ওজন ১৫ থেকে ২০ টনে পৌছানো উচিত। তবে প্রতিরোধকামী এই অক্ষ এই ক্ষেপণাস্ত্রের কাঠামো এবং জ্বালানি নির্মাণে ব্যবহৃত বস্তু সংস্কার করে এর ওজন ব্যাপকভাবে কমিয়েছে। ইয়েমেনের মাধ্যমে নিক্ষিপ্ত হাইপারসনিক ক্ষেপণাস্ত্রের ওজন ৪.৫ টন।#

পার্সটুডে/এমবিএ/২৬

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।