দামেস্কের প্রতি বাগদাদের বার্তা: 'বিশাল টাইম বোমার' ব্যাপারে সতর্ক হউন
(last modified Mon, 13 Jan 2025 13:35:52 GMT )
জানুয়ারি ১৩, ২০২৫ ১৯:৩৫ Asia/Dhaka
  • দামেস্কের প্রতি বাগদাদের বার্তা: \'বিশাল টাইম বোমার\' ব্যাপারে সতর্ক হউন
    দামেস্কের প্রতি বাগদাদের বার্তা: \'বিশাল টাইম বোমার\' ব্যাপারে সতর্ক হউন

পার্স-টুডে- সিরিয়ায় এক বিপজ্জনক টাইম বোমার অস্তিত্ব রয়েছে বলে এক ইরাকি সংসদ হুঁশিয়ারি উচ্চারণ করেছেন। 

আমের আল ফায়েজ নামের এই ইরাকি সাংসদ সিরিয়ার আলহুউল শিবিরে বর্তমানে উপস্থিত ৩০ হাজার ব্যক্তি- যাদের বেশিরভাগই দায়েশ বা কথিত আইএস-এর সদস্য- তাদের অস্তিত্বের কথা তুলে ধরে বলেছেন, এই সন্ত্রাসীরা এসেছে ৫০টি দেশ থেকে; তারা টাইম বোমার মত সক্রিয়, তাই তারা কেবল সিরিয়ার জন্য নয় বরং গোটা অঞ্চল ও বিশ্বের জন্য হুমকি।

দামেস্কের প্রতি বাগদাদের পক্ষ থেকে এই সতর্ক-বার্তা দিয়ে আল-ফায়েজ আরও বলেছেন, এই ক্যাম্পের অধিবাসীরা বিশেষ করে এর তরুণরা বছরের পর বছর ধরে দায়েশ সন্ত্রাসীদের তাকফিরি চিন্তাধারায় প্রশিক্ষিত। 

ইরাকের এই সাংসদ জানিয়েছেন, ইরাকি কর্মকর্তারা সিরিয়ার সাম্প্রতিক ঘটনা-প্রবাহের পর দামেস্কের কাছে গুরুত্বপূর্ণ বার্তা পাঠিয়েছেন এবং তারা আলহুউল ক্যাম্পের ইস্যু সমাধানের দাবি জানিয়েছেন। তারা বলেছেন যে এ সংকটের সমাধান বাগদাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ বা প্রাধান্যের বিষয়।

আলফায়েজ আরও বলেছেন, এই ক্যাম্পটি উঠিয়ে দেয়া ও এর অধিবাসীদের নিজ নিজ দেশে ফেরত পাঠানোর বিষয়টিকে বাগদাদ খুবই গুরুত্ব দিচ্ছে।  ইরাকের পাশেই একটি ক্যাম্পে হাজার হাজার উগ্র ব্যক্তির বসবাসকে মেনে নেয়া যায় না বলে তিনি মন্তব্য করেছেন। এর আগে ইরাকের সুন্নি আলেম সমিতির সভাপতি জাব্বার আল মা'মুরি ইরাকের দিয়ালাহ প্রদেশে ঘোষণা করেছিলেন যে, আলহুউল ক্যাম্প গড়ে তোলা হয়েছে দায়েশ বা আইএস-এর সদস্যদের প্রশিক্ষণ দেয়ার জন্য।  #

পার্সটুডে/এমএএইচ/১৩

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।