লেবাননের সীমান্ত এলাকায় পোড়া মাটির নীতি বাস্তবায়ন করছে ইসরাইল: হিজবুল্লাহ প্রতিনিধি
https://parstoday.ir/bn/news/west_asia-i146246-লেবাননের_সীমান্ত_এলাকায়_পোড়া_মাটির_নীতি_বাস্তবায়ন_করছে_ইসরাইল_হিজবুল্লাহ_প্রতিনিধি
পার্সটুডে- লেবাননের পার্লামেন্টে হিজবুল্লাহর প্রতিনিধি আলী ফায়াদ ইহুদিবাদী ইসরাইলের মাধ্যমে অব্যাহতভাবে যুদ্ধবিরতি চুক্তি লঙ্ঘন এবং সীমান্তবর্তী এলাকায় আবাসিক ভবনে বিস্ফোরণ ঘটানোর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন।
(last modified 2025-07-29T12:16:04+00:00 )
জানুয়ারি ২৩, ২০২৫ ১৭:২৫ Asia/Dhaka
  • আলী ফায়াদ
    আলী ফায়াদ

পার্সটুডে- লেবাননের পার্লামেন্টে হিজবুল্লাহর প্রতিনিধি আলী ফায়াদ ইহুদিবাদী ইসরাইলের মাধ্যমে অব্যাহতভাবে যুদ্ধবিরতি চুক্তি লঙ্ঘন এবং সীমান্তবর্তী এলাকায় আবাসিক ভবনে বিস্ফোরণ ঘটানোর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন।

তিনি বলেছেন, দখলদার ইসরাইল এসব কর্মকাণ্ডের মাধ্যমে সীমান্তবর্তী এলাকাগুলোতে 'পোড়া মাটি' নীতি বাস্তবায়ন করছে।

পার্সটুডে জানিয়েছে, লেবাননের পার্লামেন্টে 'প্রতিরোধের প্রতি আনুগত্য' নামক জোটের প্রতিনিধি আলী ফায়াদ এক বক্তৃতায় বলেন, সীমান্ত অঞ্চলে যা ঘটছে তা হলো পোড়া মাটি নীতির বাস্তবায়ন। প্রতিরোধ ফ্রন্টের অবকাঠামো ধ্বংস করতে সক্ষম হয়েছে বলে দখলদার ইসরাইল যে দাবি করছে তা মিথ্যাচার এবং এটি একটি অজুহাত মাত্র।

বিভিন্ন সূত্রে পাওয়া খবরে জানা গেছে, ইহুদিবাদী ইসরাইলি বাহিনী আবারও দক্ষিণ লেবাননের 'আল-তাইয়েবা' শহরের আশেপাশের এলাকায় অভিযান চালিয়েছে এবং বোমা বিস্ফোরণ ঘটিয়ে কয়েকটি বাড়ি ধ্বংস করেছে।

ইসরাইলি সৈন্যরা দক্ষিণ লেবাননের কাফর কালা এবং মারকাবা শহরেও কয়েকটি বাড়ি ধ্বংস করেছে।

আন্তর্জাতিক মধ্যস্থতার গত ২৭ নভেম্বর বুধবার থেকে ইহুদিবাদী ইসরাইল ও  লেবাননের মধ্যে যুদ্ধবিরতি কার্যকর হয়েছে। যদিও যুদ্ধবিরতি শুরু হওয়ার পর থেকে এ পর্যন্ত শত শত বার তা লঙ্ঘন করেছে তেল আবিব।#

পার্সটুডে/এসএ/২৩

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।