গাজার জনগণের ওপর কত হাজার মার্কিন বাঙ্কার-বিধ্বংসী বোমা ফেলা হয়েছে?
https://parstoday.ir/bn/news/west_asia-i146396-গাজার_জনগণের_ওপর_কত_হাজার_মার্কিন_বাঙ্কার_বিধ্বংসী_বোমা_ফেলা_হয়েছে
একটি আমেরিকার প্রতিষ্ঠান স্বীকার করেছে যে গাজা উপত্যকায় বেসামরিক নাগরিকদের বিরুদ্ধে সাম্প্রতিক ইসরাইলের আগ্রাসনের সময় মার্কিন যুক্তরাষ্ট্র ইসরাইলকে হাজার হাজার এমকে ৮৪ ট্রেঞ্চ-ব্রেকিং বোমা সরবরাহ করেছিল।
(last modified 2025-09-11T14:06:22+00:00 )
জানুয়ারি ২৭, ২০২৫ ১৯:০৬ Asia/Dhaka
  • গাজার জনগণের ওপর কত হাজার মার্কিন বাঙ্কার-বিধ্বংসী বোমা  ফেলা হয়েছে?

একটি আমেরিকার প্রতিষ্ঠান স্বীকার করেছে যে গাজা উপত্যকায় বেসামরিক নাগরিকদের বিরুদ্ধে সাম্প্রতিক ইসরাইলের আগ্রাসনের সময় মার্কিন যুক্তরাষ্ট্র ইসরাইলকে হাজার হাজার এমকে ৮৪ ট্রেঞ্চ-ব্রেকিং বোমা সরবরাহ করেছিল।

বোস্টন আমেরিকান ইনস্টিটিউট এক প্রতিবেদনে ঘোষণা করেছে যে, গাজায় অসহায় নিরস্ত্র মানুষদের হত্যার জন্য বাইডেন প্রশাসন ইসরাইলকে ১৪,১০০টি এমকে-৮৪ ট্রেঞ্চ-ব্রেকিং বোমা সরবরাহ করার পাশাপাশি ৫৭,০০০টি ১৫৫ মিমি আর্টিলারি শেল, ২০,০০০ এম৪এ১ রাইফেল এবং ১৩,৯৮১টি বিমান বিধ্বংসী ক্ষেপণাস্ত্র সরবরাহ করেছেন। পার্সটুডে অনুসারে,মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পও সম্প্রতি ইসরাইলকে ১,৮০০টি ২,০০০ পাউন্ড ওজনের বোমা পাঠাতে সম্মত হয়েছেন যেটি জো বাইডেন প্রশাসন পাঠানো বন্ধ করে দিয়েছিল।

শনিবার তিনজন ইসরাইলি কর্মকর্তার বরাত দিয়ে অ্যাক্সিওস ওয়েবসাইট জানিয়েছে যে, হোয়াইট হাউস মার্কিন সামরিক বাহিনীকে ইসরাইলকে ২,০০০ পাউন্ড ওজনের ভারী বোমা সরবরাহের উপর থেকে নিষেধাজ্ঞা তুলে নেওয়ার নির্দেশ দিয়েছে যা জো বাইডেন প্রশাসন কর্তৃক আরোপ করা হয়েছিল। গত মে মাসে দুই হাজার পাউন্ড বোমার চালান বন্ধ করার বাইডেনের সিদ্ধান্ত ১৫ মাসের গাজা যুদ্ধের সময় মার্কিন-ইসরাইলি সম্পর্কের মধ্যে সবচেয়ে বড় সংকটের সৃষ্টি করে।

মার্কিন সরকার ইহুদিবাদী ইসরাইল ও মিশর ছাড়া বিদেশে তাদের সব ধরনের সহায়তা কার্যক্রম স্থগিত করেছে। গত সোমবার প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নিয়েই ৯০ দিনের জন্য বৈদেশিক সহায়তা স্থগিত করে একটি নির্বাহী আদেশ জারি করেন ট্রাম্প। গত (শনিবার) ব্রিটিশ গণমাধ্যম বিবিসির এক প্রতিবেদনে বলা হয়েছে, ফাঁস হওয়া যুক্তরাষ্ট্রের অভ্যন্তরীণ নথি থেকে এ তথ্য জানা গেছে। নথিটি যুক্তরাষ্ট্রের কর্মকর্তা ও বিদেশি দূতাবাসগুলোতে পাঠানো হয়েছে। ফাঁস হওয়া ওই নথিতে বলা হয়েছে,‘প্রতিটি নতুন ও বিদ্যমান সহায়তা সম্প্রসারণের প্রস্তাব পরিপূর্ণভাবে পর্যালোচনা ও অনুমোদনের আগ পর্যন্ত এগুলোর অধীন বাধ্যতামূলকভাবে অর্থ বরাদ্দ করা যাবে না।’ মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ের ওই নথিতে উল্লেখিত নির্দেশনার আওতার বাইরে থাকবে ইহুদিবাদী ইসরাইল ও মিশরে দেওয়া সামরিক সহায়তা। গাজাযুদ্ধ শুরুর পর থেকে ইসরাইলে অস্ত্র সহায়তা বাড়িয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র। ইসরাইলি সরকার প্রতি বছর মার্কিন যুক্তরাষ্ট্র থেকে প্রায় ৩.৩ বিলিয়ন ডলার বিদেশী সামরিক তহবিল পেয়ে আসছে।#

পার্সটুডে/এমবিএ/২৭

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।