যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পরও ১০০ ফিলিস্তিনি শহীদ; সিরিয়ায় মার্কিন হামলা অব্যাহত
(last modified Sat, 22 Feb 2025 11:17:33 GMT )
ফেব্রুয়ারি ২২, ২০২৫ ১৭:১৭ Asia/Dhaka
  • • যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পরও ইসরাইলের হামলায় ১০০ ফিলিস্তিনি শহীদ
    • যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পরও ইসরাইলের হামলায় ১০০ ফিলিস্তিনি শহীদ

পার্সটুডে - গাজায় অবস্থিত ফিলিস্তিন সরকারের তথ্য অফিস ঘোষণা করেছে যে ইসরাইল ৩৫০ বার যুদ্ধবিরতি চুক্তি লঙ্ঘন করেছে, যার মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে মানবিক ত্রাণ কার্যক্রম সংক্রান্ত নীতিমালা বাস্তবায়নে বাধা দেওয়া।

শুক্রবার রাতে গাজায় ফিলিস্তিনি সরকারের তথ্য অফিস ঘোষণা করেছে যে, ২০২৫ সালের ১৯ জানুয়ারী যুদ্ধবিরতি চুক্তি বাস্তবায়নের পর থেকে ইসরাইলি সেনাবাহিনী ১০০ ফিলিস্তিনিকে হত্যা করেছে এবং ৮২০ জন আহত করেছে। ইরনার-এর বরাত দিয়ে পার্সটুডে জানিয়েছে, এই প্রতিবেদন অনুসারে, গাজা উপত্যকার লক্ষ লক্ষ ফিলিস্তিনি পরিবার যারা ইসরাইলি সরকারের আক্রমণে তাদের ঘরবাড়ি হারিয়েছে, তাদের অস্থায়ী আবাসনের জন্য কমপক্ষে ৬০,০০০ অস্থায়ী বাড়ি এবং ২০০,০০০ তাঁবুর প্রয়োজন।

রাফাহর মেয়র গাজা উপত্যকায় আমদানি করা সরঞ্জামের অপ্রতুলতার কথাও উল্লেখ করেন। তিনি বলেন যে পাঁচটি কনভয়ে ১৫টি অস্থায়ী বাড়ি গাজা উপত্যকার বাসিন্দাদের জন্য পাঠানো হযেছে তা চাহিদার তুলনায় সমুদ্রের এক ফোঁটা পানির মতো।

গাজার উন্নয়ন নিয়ে আলোচনা

এই প্রসঙ্গে, সরকারি সৌদি প্রেস এজেন্সি (এসপিএ) ঘোষণা করেছে যে জর্ডান ও মিশরসহ পারস্য উপসাগরীয় দেশগুলোর নেতারা শুক্রবার রিয়াদে মিলিত হন এবং গাজা ও ফিলিস্তিন পরিস্থিতর উন্নয়ন নিয়ে আলোচনা করেন। আঞ্চলিক ও আন্তর্জাতিক নানা বিষয়ে মতবিনিময় করার জন্য সৌদি যুবরাজের আমন্ত্রণে এই বৈঠক অনুষ্ঠিত হয়।

প্রতিবেদনে জানা গেছে, ফিলিস্তিনিদের স্বার্থ রক্ষা এবং যুদ্ধবিধ্বস্ত গাজার উন্নয়নের জন্য যৌথ প্রচেষ্টা নিয়ে আলোচনা করা হয়েছে। রিয়াদের বৈঠকে উপস্থিত নেতারা ৪ মার্চ কায়রোতে অনুষ্ঠিতব্য আরব নেতাদের একটি জরুরি বৈঠকের আয়োজনকে স্বাগত জানিয়েছেন।

৬০২ জন ফিলিস্তিনি বন্দীর মুক্তি

অন্যদিকে, ফিলিস্তিনি বন্দীদের তথ্য অফিস ঘোষণা করেছে যে আজ (শনিবার) গাজা উপত্যকায় যুদ্ধবিরতি চুক্তির প্রথম পর্যায়ের ধারাবাহিকতার অংশ হিসেবে এবং ৬ জন ইসরাইলি বন্দী হস্তান্তরের বিনিময়ে ৬০২ জন ফিলিস্তিনি বন্দীকে মুক্তি দেওয়া হবে। ইসরাইলি প্রধানমন্ত্রীর কার্যালয় আরও ঘোষণা করেছে যে তেল আবিব আজ মুক্তি পাওয়ার কথা থাকা ছয় ইসরাইলি বন্দীর নাম পেয়েছে এবং তাদের পরিবারকে অবহিত করেছে।

২০২৫ সালের ১৯ জানুয়ারী চুক্তি বাস্তবায়ন শুরু হওয়ার পর থেকে, হামাস আন্দোলনের সামরিক শাখা আল-কাসসাম ব্রিগেড বর্তমান বন্দি বিনিময় চুক্তির সময় ছয়টি দলে বিভক্ত ১৯ জন ইসরাইলি বন্দিকে হস্তান্তর করেছে। "কান" চ্যানেল (ইসরাইলি রেডিও এবং টেলিভিশন) ঘোষণা করেছে: "চুক্তির দ্বিতীয় পর্যায়ে, ইসরাইল ২২ জন জীবিত ইসরাইলি মহিলা বন্দীর মুক্তি দাবি করেছে।" এই প্রতিবেদন অনুসারে, মার্কিন যুক্তরাষ্ট্র ইসরাইল এবং হামাসের মধ্যে একটি চুক্তির জন্য সময়সীমা নির্ধারণ করেছে এবং ইসরাইল ও হামাসকে আগামী দুই সপ্তাহের মধ্যে একটি নতুন চুক্তিতে পৌঁছাতে বলেছে।

সিরিয়ায় মার্কিন বিমান হামলা

এদিকে, অন্য এক খবরে জানা গেছে, সিরিয়ার গণমাধ্যম ঘোষণা করেছে যে মার্কিন নেতৃত্বে সামরিক জোট সিরিয়ার উত্তর ইদলিব প্রদেশে একটি যানবাহন লক্ষ্য করে হামলা চালিয়েছে। ড্রোনের মাধ্যমে পরিচালিত এই হামলায় আল-দানা অঞ্চলের কাহ গ্রামের কাছে একটি গাড়ি লক্ষ্যবস্তু করা হয়েছিল। আল জাজিরা জানিয়েছে যে হামলায় কমপক্ষে একজন নিহত হয়েছেন।#

পার্সটুডে/রেজওয়ান হোসেন/২২

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।