ইয়েমেনে আমেরিকা-ইসরাইলের যৌথ হামলা: আনসারুল্লাহর হুঁশিয়ারি- 'জবাব দেবো'
(last modified Tue, 06 May 2025 06:16:02 GMT )
মে ০৬, ২০২৫ ১২:১৬ Asia/Dhaka
  • ইয়েমেনে আমেরিকা-ইসরাইলের যৌথ হামলা
    ইয়েমেনে আমেরিকা-ইসরাইলের যৌথ হামলা

পার্স টুডে: ইয়েমেনের আল-হুদাইদাহ বন্দরে গতরাতে আমেরিকা ও ইসরাইলের  যুদ্ধবিমান যৌথভাবে হামলা চালিয়েছে। বর্বরোচিত এই হামলায় অন্তত দুই জন নিহত ও ৪২ জন আহত হয়েছেন। ইয়েমেনের আনসারুল্লাহ আন্দোলন এই আগ্রাসনের নিন্দা জানিয়ে কঠোর জবাবের হুঁশিয়ারি দিয়েছে।

ইয়েমেনের আনসারুল্লাহ আন্দোলনের প্রচার বিভাগের উপপ্রধান নাসরুদ্দিন আমের এই হামলাকে বর্বরোচিত আখ্যা দিয়ে বলেছেন, "আমরা ইসরাইলের এই বোমাবর্ষণের জবাব দেবো। গাজা উপত্যকার প্রতি সংহতির অংশ হিসেবে আমাদের সামরিক অভিযান অব্যাহত থাকবে এবং ঘোষিত নৌ ও আকাশ অবরোধ প্রত্যাহার করা হবে না।"

আনসারুল্লাহ আন্দোলনের রাজনৈতিক পরিষদের সদস্য মোহাম্মদ আল-বুখাইতি বলেন, "গাজা রক্ষায় আমাদের অভিযান আরও তীব্র হবে, যদিএর জন্য মূল্যও দিতে হয়।"

ইরানসহ আন্তর্জাতিক প্রতিক্রিয়া

ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাকায়ী এই হামলাকে "একটি নগ্ন আগ্রাসন এবং আন্তর্জাতিক আইনের সুস্পষ্ট লঙ্ঘন" বলে মন্তব্য করেছেন। তিনি সোমবার রাতে এক বিবৃতিতে বলেন, "যুক্তরাষ্ট্র ও ইসরাইলের এই যৌথ হামলা মানবতা ও আন্তর্জাতিক নীতিমালার ওপর আঘাত।"

লেবাননের হিজবুল্লাহ, ফিলিস্তিনের হামাস ও ইসলামিক জিহাদ আন্দোলন আলাদা বিবৃতিতে এই হামলার তীব্র নিন্দা জানিয়েছে।

হিজবুল্লাহ বলেছে, "আমরা ইয়েমেনের সাহসী নেতৃত্বকে শ্রদ্ধা জানাই এবং ইয়েমেনি জনগণের পাশে আছি। আমরা সব স্বাধীন জাতি ও রাষ্ট্রকে এই আগ্রাসনের বিরুদ্ধে অবস্থান নিতে আহ্বান জানাই।"

হামাসের বিবৃতিতে বলা হয়েছে, "ইসরাইল এই হামলার মাধ্যমে তাদের কলঙ্কিত ভাবমূর্তি পুনরুদ্ধার করতে চাইছে।"

ইসলামিক জিহাদ আন্দোলন বলেছে, "আল-হুদাইদায় হামলা প্রমাণ করে, ইয়েমেনি জনগণের আঘাতে ইসরাইল জর্জরিত।"

ইসরাইলি গণমাধ্যমের স্বীকারোক্তি

ইসরাইলের চ্যানেল ১২-এর রিপোর্টে বলা হয়েছে, "সোমবার রাতের হামলায় ইসরাইলি যুদ্ধবিমানগুলো ৪৮টি বোমা ফেলেছে ইয়েমেনি নাগরিকদের ওপর।"

পত্রিকা ইসরাইল হায়োম এক নিরাপত্তা সূত্রের বরাত দিয়ে জানায়, "এই অভিযানে মোট ৩০টি যুদ্ধবিমান অংশ নেয় এবং আট দফায় আক্রমণ চালানো হয়।"

এই ইহুদিবাদী সংবাদমাধ্যম আরও জানিয়েছে, ইয়েমেনের বিরুদ্ধে আক্রমণটি ৮টি পর্যায়ে পরিচালিত হয়।#

পার্সটুডে/এমএআর/৬