ফিলিস্তিন ইস্যুতে ইইউ'র প্রতি অ্যামনেস্টির সমর্থন; ইসরাইলকে সর্বাত্মক বয়কটের আহ্বান
(last modified Thu, 22 May 2025 12:26:50 GMT )
মে ২২, ২০২৫ ১৮:২৬ Asia/Dhaka
  • অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল
    অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল

পার্সটুডে- আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল ইহুদিবাদী ইসরাইলের সাথে সম্পর্ক পর্যালোচনার বিষয়ে ইউরোপীয় ইউনিয়নের সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছে। একই সঙ্গে তারা বলেছে, অনেক দেরিতে এই সিদ্ধান্তটি নেয়া হয়েছে, তবে এটি একটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত। তারা দখলদার ইসরাইলের সাথে সমস্ত অর্থনৈতিক ও সামরিক সহযোগিতা অবিলম্বে বন্ধ করার আহ্বান জানিয়েছে।

ইরনা'র বরাত দিয়ে পার্সটুডে জানিয়েছে, অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের ইউরোপ বিষয়ক পরিচালক ইভ গেড্ডি ইহুদিবাদী ইসরাইলের সাথে সম্পর্ক পর্যালোচনা করার ইউরোপীয় ইউনিয়নের সিদ্ধান্তকে স্বাগত জানিয়ে বলেছেন, গত ১৯ মাস ধরে ফিলিস্তিনি জনগণ অবর্ণনীয় মানবিক দুর্ভোগের মধ্যে রয়েছে এবং ইসরাইলি বাহিনী কোনো ধরণের জবাবদিহি ছাড়ায় গাজা উপত্যকায় গণহত্যা চালিয়ে যাচ্ছে।

ইভ গেড্ডি আরও বলেছেন, ইউরোপীয় ইউনিয়নের গড়িমসি এমনকি দখলদার সরকারের প্রতি কিছু সদস্য রাষ্ট্রের সমর্থন এই পরিস্থিতির সৃষ্টি করেছে।

অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের এই কর্মকর্তা  বলেন, সময় নষ্ট করা মানে মানুষের জীবন নষ্ট করা। ইউরোপীয় ইউনিয়ন এবং এর সদস্য রাষ্ট্রগুলোকে অবিলম্বে গণহত্যা ও আন্তর্জাতিক আইন লঙ্ঘনে সহায়তাকারী বাণিজ্য এবং বিনিয়োগ বন্ধ করতে হবে।

আন্তর্জাতিক অঙ্গনে সমালোচনার ঝড় বিশেষ করে ইউরোপীয় দেশগুলোর পক্ষ থেকেও সমালোচনা হওয়ায় ইহুদিবাদী ইসরাইলকে ক্রমবর্ধমান বিচ্ছিন্নতার দিকে ঠেলে দিয়েছে।

ফরাসি পররাষ্ট্রমন্ত্রী জ্যঁ নোয়েল ব্যারো গাজায় ইসরাইলি আক্রমণকে আন্তর্জাতিক আইনের চরম লঙ্ঘন ও মানব মর্যাদার জন্য অবমাননাকর বলে অভিহিত করেছেন এবং ইহুদিবাদী ইসরাইলের সাথে ইউরোপীয় ইউনিয়নের অংশীদারিত্ব চুক্তি পর্যালোচনার আহ্বান জানিয়েছেন।

ফরাসি পররাষ্ট্রমন্ত্রী এই চুক্তির মানবাধিকারের দিকগুলোকে বিবেচনায় নিতে নেদারল্যান্ডস এবং স্পেনের মতো দেশগুলোর দৃষ্টিভঙ্গিকেও সমর্থন করেছেন।

ব্রিটেন দখলদার ইসরাইলের সাথে মুক্ত বাণিজ্য চুক্তির আলোচনা স্থগিত করেছে, এমনকি লন্ডনে নিযুক্ত ইসরাইলি রাষ্ট্রদূতকে তলব করেছে।

ইসরাইলি সংবাদপত্র ইয়েদিওথ আহরোনোথের মতে, ইসরাইলি পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তারা বিশ্বব্যাপী বিচ্ছিন্নতার সুনামির আশঙ্কা করছেন এবং জোর দিয়ে বলছেন, তারা আন্তর্জাতিক অঙ্গনে ইতিহাসের সবচেয়ে খারাপ পরিস্থিতিতে রয়েছে।#

পার্সটুডে/এসএ/২২

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।