ইয়েমেনিরা এখন পর্যন্ত ইসরাইলের ইলাত বন্দরের কী কী ক্ষতি করেছে?
https://parstoday.ir/bn/news/west_asia-i149756-ইয়েমেনিরা_এখন_পর্যন্ত_ইসরাইলের_ইলাত_বন্দরের_কী_কী_ক্ষতি_করেছে
পার্সটুডে-ইহুদিবাদী ম্যাগাজিন মার্কার ইয়েমেনি সশস্ত্র বাহিনী ইলাত বন্দরের যে ক্ষতি করেছে তার একটা পরিসংখ্যান দিয়েছে।
(last modified 2025-07-29T12:16:04+00:00 )
জুন ০৭, ২০২৫ ১৫:৫৩ Asia/Dhaka
  • ইহুদিবাদীদের দখলকৃত অঞ্চলে ইলাত বন্দর
    ইহুদিবাদীদের দখলকৃত অঞ্চলে ইলাত বন্দর

পার্সটুডে-ইহুদিবাদী ম্যাগাজিন মার্কার ইয়েমেনি সশস্ত্র বাহিনী ইলাত বন্দরের যে ক্ষতি করেছে তার একটা পরিসংখ্যান দিয়েছে।

ইহুদিবাদী ম্যাগাজিন মার্কার শুক্রবার এক প্রতিবেদনে ঘোষণা করেছে যে ইয়েমেনি সশস্ত্র বাহিনী কর্তৃক আরোপিত নৌ অবরোধ এবং বন্দরে জাহাজগুলোকে নোঙর করতে বাধা দেওয়ার ফলে ২০২৪ সালে ইলাত বন্দরের রাজস্ব ৮০ শতাংশ হ্রাস পেয়েছে। পার্সটুডে'র প্রতিবেদন অনুযায়ী মার্কার আরও জানিয়েছে: ২০২৩ সালে ইলাত বন্দরের রাজস্বের পরিমাণ ছিল ২১২ মিলিয়ন শেকেল, যা ২০২৪ সালে ৪২ মিলিয়ন শেকেলে নেমে এসেছে।

ওই প্রতিবেদন অনুসারে, ২০২৫ সালের শুরু থেকে মে মাসের মাঝামাঝি পর্যন্ত, মাত্র ৬টি জাহাজ ইলাত বন্দরে নোঙর করেছে এবং এর ফলে বন্দরের ২১ জন কর্মচারীকে অবৈতনিক ছুটিতে পাঠাতে হয়েছে। এছাড়াও, গত এক বছরে মাত্র ১৬টি জাহাজ ইলাত বন্দরে নোঙর করেছে।

এই বিষয়ে, ইসরাইলি মন্ত্রিসভার আগামী রোববারের বৈঠকে ৩.২ মিলিয়ন শেকেল শর্তসাপেক্ষ ক্ষতিপূরণের বিলের ওপর ভোটাভুটি হওয়ার কথা রয়েছে।

বিলটি এই বন্দরের অবরোধের কারণে ইসরাইলিদের ক্ষতির বিশালতা ফুটিয়ে তোলে। অবরোধের ফলে ইসরাইলি জাহাজগুলোকে আফ্রিকা মহাদেশ ঘুরে ভূমধ্যসাগরীয় উপকূলের আশদোদ এবং হাইফা বন্দরে যেতে বাধ্য করা হয়েছে।

এটা লক্ষণীয় যে, গাজার নির্যাতিত জনগণের সমর্থনে ইয়েমেনি সশস্ত্র বাহিনী বারবার ইহুদিবাদীদের দখলকৃত অঞ্চলগুলোকে লক্ষ্য করে ঘোষণা করেছে: যতক্ষণ গাজায় ইসরাইলি আক্রমণ অব্যাহত থাকবে, ততক্ষণ তারা দখলকৃত অঞ্চলগুলোকেও লক্ষ্যবস্তু করবে।#

পার্সটুডে/এনএম/৭

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।