দক্ষিণ গাজায় হামাসের হামলায় ব্যর্থতা স্বীকার করল ইসরায়েলি বাহিনী
https://parstoday.ir/bn/news/west_asia-i151340-দক্ষিণ_গাজায়_হামাসের_হামলায়_ব্যর্থতা_স্বীকার_করল_ইসরায়েলি_বাহিনী
পার্স-টুডে: দখলদার ইসরায়েলি বাহিনী আজ বৃহস্পতিবার স্বীকার করেছে যে দক্ষিণ গাজার খান ইউনিসে গতকাল বুধবার ইসরায়েলি সেনা অবস্থানে হামাসের যোদ্ধাদের হামলা ইসরাইলি ব্যর্থতাকেই তুলে ধরেছে।
(last modified 2025-08-22T10:13:38+00:00 )
আগস্ট ২১, ২০২৫ ২০:৪২ Asia/Dhaka
  • দক্ষিণ গাজায় হামাসের হামলায় ব্যর্থতা স্বীকার করল ইসরায়েলি বাহিনী

পার্স-টুডে: দখলদার ইসরায়েলি বাহিনী আজ বৃহস্পতিবার স্বীকার করেছে যে দক্ষিণ গাজার খান ইউনিসে গতকাল বুধবার ইসরায়েলি সেনা অবস্থানে হামাসের যোদ্ধাদের হামলা ইসরাইলি ব্যর্থতাকেই তুলে ধরেছে।

হামাসের মুজাহিদরা ইসরায়েলি সেনাদের একটি ঘাঁটিতে বোমা হামলা চালাতে সক্ষম হয় যেখানে তাদের নানা অবস্থানের মধ্যে একটি ভবনে ইসরায়েলি সেনা অবস্থানও ছিল অন্যতম। 

ওই হামলার একটি হালনাগাদ ইসরায়েলি সামরিক তদন্ত-রিপোর্টে বলা হয়েছে, হামাস কর্মীরা সামরিক পোস্ট থেকে প্রায় ৪০-৫০ মিটার (১৩০-১৬০ ফুট) দূরে একটি সুড়ঙ্গ থেকে বেরিয়ে এসেছিল, যেখানে কেফির পদাতিক ব্রিগেডের সৈন্যদের পাশাপাশি ইসরায়েলি ৭৪ তম আর্মার্ড ব্যাটালিয়নের সৈন্যরাও মোতায়েন ছিল।

দখলদার সেনাবাহিনীর তদন্তের বরাত দিয়ে টাইমস অফ ইসরায়েল জানিয়েছে, সুড়ঙ্গটি দখলদার সেনাবাহিনীর কাছে পরিচিত ছিল এবং এর কিছু অংশ আগেই ভেঙে ফেলা হয়েছিল।

হামাসের যোদ্ধাদের তিনটি গ্রুপ এই অভিযান চালায় তিনটি ইসরায়েলি সেনা অবস্থানকে লক্ষ্য করে, যার একটিতে ছিল একটি ভবন ও তাতে কোনো ইসরায়েলি সেনা ছিল না। দখলদার সেনাদের পাল্টা হামলায় হামাসের দুই যোদ্ধাও নিহত হয় বলে ইসরায়েল দাবি করেছে। এ হামলায় ইসরায়েলের তিন সেনা আহত হয় যাদের একজনের অবস্থা মারাত্মক। 

কিন্তু হামাসের আলকাস্‌সাম ব্রিগেড বলেছে তাদের গতকালের হামলায় কয়েকজন ইসরায়েলি সেনা নিহত ও মিরকাভা ট্যাংকের এক চালক মারাত্মকভাবে আহত হয়েছে।  কয়েকটি মিরকাভা ট্যাংক ও দুটি ভবনও ছিল তাদের হামলার লক্ষ্যবস্তু। #

পার্স টুডে/এমএএইচ/২১

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।