হামাস নেতাদের আশ্রয়দাতা দেশগুলোতে হামলার ইসরায়েলি হুমকি
https://parstoday.ir/bn/news/west_asia-i151878-হামাস_নেতাদের_আশ্রয়দাতা_দেশগুলোতে_হামলার_ইসরায়েলি_হুমকি
পার্স টুডে - ইহুদিবাদী সংবাদপত্র মা'আরিভ লিখেছে যে একদল ক্ষুব্ধ বিক্ষোভকারীরা ইসরায়েলের চ্যানেল ১৪-এর স্টুডিওতে ঢুবে গাজা যুদ্ধ বন্ধের আহ্বান জানায়। তারা ফিলিস্তিনি ইসলামী প্রতিরোধ আন্দোলন (হামাস) এর সাথে যুদ্ধবিরতি চুক্তি স্বাক্ষরের ও বন্দী বিনিময়েরও দাবি জানায়।
(last modified 2025-09-14T08:34:08+00:00 )
সেপ্টেম্বর ১১, ২০২৫ ১৬:২৪ Asia/Dhaka
  • ইসরায়েলের চ্যানেল ১৪ স্টুডিওতে যুদ্ধ-বিরোধীদের হামলা
    ইসরায়েলের চ্যানেল ১৪ স্টুডিওতে যুদ্ধ-বিরোধীদের হামলা

পার্স টুডে - ইহুদিবাদী সংবাদপত্র মা'আরিভ লিখেছে যে একদল ক্ষুব্ধ বিক্ষোভকারীরা ইসরায়েলের চ্যানেল ১৪-এর স্টুডিওতে ঢুবে গাজা যুদ্ধ বন্ধের আহ্বান জানায়। তারা ফিলিস্তিনি ইসলামী প্রতিরোধ আন্দোলন (হামাস) এর সাথে যুদ্ধবিরতি চুক্তি স্বাক্ষরের ও বন্দী বিনিময়েরও দাবি জানায়।

ইসরায়েলি সংবাদমাধ্যম জানিয়েছে যে গাজা যুদ্ধ অব্যাহত রাখার ও হামাস আন্দোলনের সাথে বন্দী বিনিময়ে ব্যর্থতার প্রতিবাদে নেতানিয়াহুর নীতির বিরোধীরা ইসরায়েলি চ্যানেল ১৪'র স্টুডিওতে হামলা চালায়।

হামাস নেতাদের আতিথ্যকারী দেশগুলোকে নেতানিয়াহুর হুমকি

ইসরায়েলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু কাতার ও "হামাস নেতাদের আতিথ্যকারী দেশগুলিকে" সতর্ক করে দিয়েছেন।

ইয়েমেনি সংবাদমাধ্যম ও সাংবাদিকদের ওপর ইসরায়েলি হামলার নিন্দা জানিয়েছেন ফিলিস্তিনি সাংবাদিকরা

ফিলিস্তিনি সাংবাদিক সমিতি সানায় সংবাদমাধ্যম কার্যালয় এবং আল-ইয়ামান পত্রিকার ওপর ১০ সেপ্টেম্বরের ইহুদিবাদী শত্রুর অপরাধযজ্ঞের নিন্দা জানিয়েছে। ওই হামলায় বেশ কয়েকজন ইয়েমেনি সাংবাদিক এবং বেসামরিক নাগরিক শহীদ ও আহত হয়েছেন।

গাজায় ইসরায়েলি হামলা বৃদ্ধির বিষয়ে জাতিসংঘের ফিলিস্তিন মানবাধিকার কার্যালয়ের হুঁশিয়ারি

জাতিসংঘের ফিলিস্তিন মানবাধিকার অফিস গাজায় ইসরায়েলি হামলা বৃদ্ধির বিষয়ে সতর্ক করেছে।

ইসরায়েলে ইয়েমেনের ক্ষেপণাস্ত্র হামলা

বৃহস্পতিবার ইহুদিবাদী সরকার ঘোষণা করেছে যে ইয়েমেনি সশস্ত্র বাহিনী অধিকৃত অঞ্চলগুলিতে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে।

গাজায় ইসরায়েলি সেনাবাহিনীর হামলায় ৭২ জন ফিলিস্তিনি শহীদ

গাজা উপত্যকার হাসপাতাল সূত্র জানিয়েছে যে, গত ২৪ ঘন্টায় বেসামরিক নাগরিকদের ওপর ইসরায়েলি সেনাবাহিনীর গুলিবর্ষণের ফলে ৭২ জন ফিলিস্তিনি শহীদ হয়েছেন।

কানাডা: ইসরায়েলের সাথে সম্পর্ক পুনর্বিবেচনা করছি

এই অঞ্চলে ইহুদিবাদী সরকারের আগ্রাসী কর্মকাণ্ডের বিস্তারের পর কানাডার পররাষ্ট্রমন্ত্রী ঘোষণা করেছেন যে অটোয়া তেল আবিবের সাথে সম্পর্ক পুনর্বিবেচনা করছে।

সংযুক্ত আরব আমিরাত ইসরায়েলকে নিরাপত্তা সম্মেলনে যোগদান থেকে বিরত রেখেছে

কাতারে ইসরায়েলি আগ্রাসি তৎপরতার প্রতিক্রিয়ায় সংযুক্ত আরব আমিরাত দুবাইয়ে অনুষ্ঠিত নিরাপত্তা সম্মেলনে ইসরায়েলি সরকারকে যোগদান থেকে বিরত রেখেছে। #

পার্স টুডে/এমএএইচ/১১

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।

 

কাজ চলছে