সিরিয়ায় জোটের বিমান হামলার বিরুদ্ধে বিশ্বব্যাপী বিক্ষোভের আহ্বান
https://parstoday.ir/bn/news/west_asia-i15223-সিরিয়ায়_জোটের_বিমান_হামলার_বিরুদ্ধে_বিশ্বব্যাপী_বিক্ষোভের_আহ্বান
সিরিয়ার আলেপ্পোতে মার্কিন নেতৃত্বাধীন জোটের সাম্প্রতিক বর্বরোচিত বিমান হামলার নিন্দা জানাতে দেশটির মানবাধিকার কর্মীরা বিশ্বব্যাপী ব্যাপক বিক্ষোভ মিছিলের আহ্বান জানিয়েছেন। জোটের বিমান হামলায় সেখানে অন্তত ১৪০ বেসামরিক ব্যক্তি প্রাণ হারিয়েছে।
(last modified 2025-09-29T12:37:45+00:00 )
জুলাই ২১, ২০১৬ ১৮:৪৩ Asia/Dhaka
  • সিরিয়ায় জোটের বিমান হামলার বিরুদ্ধে বিশ্বব্যাপী বিক্ষোভের আহ্বান

সিরিয়ার আলেপ্পোতে মার্কিন নেতৃত্বাধীন জোটের সাম্প্রতিক বর্বরোচিত বিমান হামলার নিন্দা জানাতে দেশটির মানবাধিকার কর্মীরা বিশ্বব্যাপী ব্যাপক বিক্ষোভ মিছিলের আহ্বান জানিয়েছেন। জোটের বিমান হামলায় সেখানে অন্তত ১৪০ বেসামরিক ব্যক্তি প্রাণ হারিয়েছে।

 ‘মানবিজকে ধ্বংস করা হচ্ছে’ এই স্লোগানের অধীনে জোটের বিমান হামলার বিরুদ্ধে রাস্তায় নেমে প্রতিবাদ জানাতে মানবাধিকার কর্মীরা  আজ (বৃহস্পতিবার) তাদের ফেইসবুক পেইজের মাধ্যমে সারা বিশ্বের মানুষের প্রতি আহ্বান জানিয়েছেন।

এক ব্যক্তি তার ফেইসবুক পেইজে লিখেন, 'আগামী (রোববার), ২৪ জুলাই  ধ্বংসপ্রাপ্ত শহরের প্রতি সংহতি জানাতে আমরা মানবিজসহ ধর্ম-বর্ণ নির্বিশেষে সিরিয়ার সকল নাগরিকদেরকে এবং বিশ্বের সকল মুক্ত মানুষদেরকে আহ্বান জানাচ্ছি।' সিরিয়ার আল-তুখার এলাকায় মার্কিন নেতৃত্বাধীন জোট বাহিনী যে গণহত্যা চালিয়েছে তার প্রতিক্রিয়ায় বিক্ষোভে অংশ নিতে ওই ব্যক্তি সকলের প্রতি আহ্বান জানিয়েছেন।

ফরাসি জঙ্গি বিমান সিরিয়ার মানবিজ শহরের উত্তর অংশে তুখান আল-কুবরা গ্রামে বোমা বর্ষণ করে ১২০ বেসামরিক ব্যক্তিকে হত্যা করেছে বলে গতকাল (বুধবার) সিরিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতির মাধ্যমে জানিয়েছে। এছাড়া,  হামলায় আরো বহু বেসমারিক ব্যক্তি আহত হয়েছে। মানবিজে মার্কিন বাহিনীর বিমান হামলায় ২০ বেসামরিক ব্যক্তি নিহত হওয়ার একদিন পর এসব হতভাগা ব্যক্তি নিহত হয় বলে বিবৃতিতে বলা হয়েছে।#

পার্সটুডে/বাবুল আখতার/২১