ইসরায়েলি ট্যাংক বিক্রির জন্য বিজ্ঞাপন দিয়েছে গাজার এক তরুণ
https://parstoday.ir/bn/news/west_asia-i152952-ইসরায়েলি_ট্যাংক_বিক্রির_জন্য_বিজ্ঞাপন_দিয়েছে_গাজার_এক_তরুণ
পার্সটুডে- গাজার এক যুবক একটি ইসরায়েলি ট্যাংকের ছবি প্রকাশ করে সেটি বিক্রি করা হবে বলে ঘোষণা করেছে। ঐ তরুণ যুদ্ধবিরতি ঘোষণার পর সেখানে ফেলে যাওয়া এক ট্যাংকের ছবি নিজের এক্স (টুইটার) পেজে প্রকাশ করেছেন।
(last modified 2025-10-27T13:35:51+00:00 )
অক্টোবর ১৩, ২০২৫ ১৬:০১ Asia/Dhaka
  • ইসরায়েলি ট্যাংক
    ইসরায়েলি ট্যাংক

পার্সটুডে- গাজার এক যুবক একটি ইসরায়েলি ট্যাংকের ছবি প্রকাশ করে সেটি বিক্রি করা হবে বলে ঘোষণা করেছে। ঐ তরুণ যুদ্ধবিরতি ঘোষণার পর সেখানে ফেলে যাওয়া এক ট্যাংকের ছবি নিজের এক্স (টুইটার) পেজে প্রকাশ করেছেন।

ফার্স নিউজ এজেন্সির বরাত দিয়ে পার্সটুডে জানিয়েছে, ফিলিস্তিনি ঐ তরুণ ট্যাংকটি বিক্রির কথা জানিয়ে কৌতুকমিশ্র ভঙ্গিতে লিখেছেন, “এই ট্যাংকটি আমরা গনিমত হিসেবে পেয়েছি এবং এখন এটি বিক্রি করব। এটি কারিগরী দিক থেকে ভালো, এটি জলপাই রঙের এবং এর ছাদও আছে।”

এরপর তিনি ইসরায়েলীয়দের পরাজয় ও গাজা থেকে তাদের প্রস্থানের বিষয়ে আনন্দ প্রকাশ করে বলেন, “এই ভিডিওটি নেতানিয়াহুর কাছে পাঠিয়ে দাও।”

একজন আরব এক্স ব্যবহারকারী কৌতুক করে এই বিজ্ঞাপনের বিষয়ে প্রতিক্রিয়া জানিয়ে লিখেছেন, “আল্লাহর প্রশংসা করছি, আল্লাহর কাছে দোয়া করছি তিনি যেন ঐসব বীরকে হেফাজত করেন যারা এটিতে বিস্ফোরণ ঘটিয়ে অকেজো করে দিয়েছিল।”

গাজার মানুষদের অদম্য মনোবৃত্তি ও দৃঢ়তার কথা উল্লেখ করে তিনি বলেন, “তারা আমাদের সবসময় চমকে দেয়। সত্যিই তারা সব থেকে শক্তিশালী মানুষ।”

আরেক এক্স (সাবেক টুইটার) ব্যবহারকারী এই ভিডিওটি প্রকাশের বিষয়টিকে এভাবে বর্ণনা করেছেন: “এখানে ট্যাংকের কবরস্থান, এখানে রয়েছে সৎ সাহস উৎপাদনের কারখানা, এটাই গাজা।"

গাজার এই তরুণ চপ্পল পড়েই নেতানিয়াহুর ট্যাংকের ওপর বসে আছে!

 

আরেকজন নেটিজেন ফিলিস্তিনের পতাকার একটি ছবি দেখিয়ে লিখেছেন—ইসরায়েলি ট্যাংকগুলোর ধ্বংসস্তূপের ভেতর থেকে উঠে দাঁড়িয়েছে ফিলিস্তিনের প্রতিরোধ ও উড়ছে বিজয়ের পতাকা।#

পার্সটুডে/এসএ/১৩

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।