অস্পষ্ট যুদ্ধবিরতি; গোপন ধারা প্রকাশ করল ইসরায়েল
https://parstoday.ir/bn/news/west_asia-i154772-অস্পষ্ট_যুদ্ধবিরতি_গোপন_ধারা_প্রকাশ_করল_ইসরায়েল
পার্সটুডে - ইসরায়েলি শাসক গোষ্ঠী রাফাহ ক্রসিং দিয়ে একমুখী প্রস্থান ঘোষণা করায় আরব দেশগুলোতে ব্যাপক প্রতিবাদের ঝড় উঠেছে এবং ফিলিস্তিনিদের গাজা খালি করার বিষয়ে উদ্বেগের সৃষ্টি করেছে।
(last modified 2025-12-06T10:37:08+00:00 )
ডিসেম্বর ০৬, ২০২৫ ১৫:৫৭ Asia/Dhaka
  • অস্পষ্ট যুদ্ধবিরতি; গোপন ধারা প্রকাশ করল ইসরায়েল

পার্সটুডে - ইসরায়েলি শাসক গোষ্ঠী রাফাহ ক্রসিং দিয়ে একমুখী প্রস্থান ঘোষণা করায় আরব দেশগুলোতে ব্যাপক প্রতিবাদের ঝড় উঠেছে এবং ফিলিস্তিনিদের গাজা খালি করার বিষয়ে উদ্বেগের সৃষ্টি করেছে।

ট্রাম্পের পরিকল্পনার ব্যাখ্যাযোগ্যতার সুযোগ নিয়ে,ইসরায়েল বুধবার ঘোষণা করেছে যে তারা হামাসের সাথে অক্টোবরের যুদ্ধবিরতি চুক্তি অনুসারে আগামী দিনে রাফাহ ক্রসিং পুনরায় চালু করবে, তবে শর্ত এই যে ফিলিস্তিনিরা কেবল ক্রসিং দিয়ে গাজা ছেড়ে যেতে পারবে এবং গাজা ত্যাগ করবে সেখানে আর ফিরে না জন্য! এদিকে, মিশরীয় সরকার পুনরায় খোলার বিষয়ে ইসরায়েলের সাথে সমন্বয়ের বিষয়টি অস্বীকার করেছে।

আরব ও মুসলিম দেশগুলো রাফাহ একতরফাভাবে খোলার ইসরায়েলের পরিকল্পনার বিরোধিতা করেছে। পার্সটুডে সিজিটিএনকে উদ্ধৃত করে লিখেছে, গাজার বাসিন্দাদের মিশরে স্থানান্তরের জন্য রাফাহ ক্রসিং কেবল একদিকে খোলা হবে বলে ইসরায়েলের সাম্প্রতিক বক্তব্য নিয়ে শুক্রবার বেশ কয়েকটি আরব ও ইসলামী দেশের পররাষ্ট্রমন্ত্রীরা তাদের উদ্বেগ প্রকাশ করেছেন।

সিজিটিএন আরো জানিয়েছে,  সংযুক্ত আরব আমিরাত,মিশর, জর্ডান, ইন্দোনেশিয়া, পাকিস্তান, তুরস্ক, সৌদি আরব এবং কাতারের মন্ত্রীরা একটি যৌথ বিবৃতিতে ফিলিস্তিনিদের জোরপূর্বক বাস্তুচ্যুত করার যে কোনো প্রচেষ্টা প্রত্যাখ্যান করেছেন।#

পার্সটুডে/এমবিএ/৬

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।