ইরানের বিরুদ্ধে মার্কিন সামরিক বিকল্পের অচলাবস্থা: ইহুদিবাদী বিশেষজ্ঞের বিশ্লেষণ
-
পশ্চিম এশীয় নিরাপত্তা বিষয়ক ইহুদিবাদী বিশেষজ্ঞ ড্যানি সিট্রিনোভিচ
পার্সটুডে-পরিস্থিতি নিয়ন্ত্রণ এবং দাঙ্গাবাজদের দমনে তেহরানের নিরাপত্তা বিভাগের অর্জনের কথা উল্লেখ করে, নিরাপত্তা বিষয়ক ইহুদিবাদী বিশেষজ্ঞ বলেন: ইরানের বিরুদ্ধে বৃহৎ আকারের সামরিক আক্রমণে আমেরিকার সীমাবদ্ধতা রয়েছে।
পশ্চিম এশীয় নিরাপত্তা বিষয়ক ইহুদিবাদী বিশেষজ্ঞ ড্যানি সিট্রিনোভিচ, "ইরানের বিষয়ে একটি গুরুত্বপূর্ণ মোড়ের দিকে এগিয়ে যাওয়া" শীর্ষক একটি নোটে লিখেছেন, ইরান সাম্প্রতিক সপ্তাহগুলোতে দুটি গুরুত্বপূর্ণ সাফল্য অর্জন করতে সক্ষম হয়েছে। প্রথমত, বিক্ষোভ নিয়ন্ত্রণ করা এবং দ্বিতীয়ত, আসন্ন মার্কিন সামরিক আক্রমণের হুমকি কাটিয়ে ওঠা।
সিট্রিনোভিচ জোর দিয়ে বলেন, ওয়াশিংটনে একই সাথে দুটি প্রতিযোগিতামূলক পদ্ধতি পর্যালোচনা করা হচ্ছে: একটি হলো স্টিভ হুইটেকফ কেন্দ্রিক আলোচনা এগিয়ে নেওয়া এবং পারমাণবিক চুক্তিতে পৌঁছানোর সম্ভাবনার জন্য শর্তগুলো ব্যবহার করার চেষ্টা করা এবং অপরটি এখনও ইরানের বিরুদ্ধে সামরিক পদক্ষেপ গ্রহণ। তবে, মৌলিক প্রশ্নটি এখনও উত্তরহীন রয়ে গেছে: সেটা হলো মার্কিন যুক্তরাষ্ট্রের যে-কোনো পদক্ষেপের কৌশলগত লক্ষ্য আসলে কী?
এই পশ্চিম এশীয় নিরাপত্তা বিশেষজ্ঞের মতে, ইরানকে অস্থিতিশীল করার জন্য চূড়ান্ত বিক্ষোভকে কাজে লাগানোর সুযোগ হাতছাড়া হয়ে গেছে এবং যে-কোনো আক্রমণ এখন কেবল প্রতীকী হবে, একইসাথে আঞ্চলিক উত্তেজনা বৃদ্ধির ঝুঁকিও বৃদ্ধি পাবে।
অপরদিকে, ইরানি সরকারব্যবস্থা পরিবর্তনের যে-কোনো গুরুতর প্রচেষ্টার জন্য একটি বৃহৎ এবং দীর্ঘস্থায়ী সামরিক অভিযানের প্রয়োজন হবে-যা পশ্চিম এশিয়ার স্থিতিশীলতার জন্য মারাত্মক হুমকি হয়ে উঠতে পারে। সেইসাথে ইহুদিবাদী ইসরাইল এবং মার্কিন মিত্ররা তেহরানের তীব্র প্রতিক্রিয়ার মুখোমুখি হবে।
এই কারণে, ওয়াশিংটন দুটি অসম্পূর্ণ বিকল্পের মধ্যে সীমাবদ্ধ: এক, চাপের মধ্যে আলোচনা অথবা ব্যয়বহুল সামরিক পদক্ষেপ। লেখক উপসংহারে পৌঁছেছেন যে, যতক্ষণ না মার্কিন যুক্তরাষ্ট্র তার চূড়ান্ত লক্ষ্য স্পষ্টভাবে সংজ্ঞায়িত করবে, ততদিন ইরানের বিরুদ্ধে অর্থবহ সামরিক পদক্ষেপ অসম্ভব।#
পার্সটুডে/এনএম/১৮
বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।