খালেদ মাশআলের মায়ের মৃত্যুতে ইরানি স্পিকারের শোক
https://parstoday.ir/bn/news/west_asia-i19480-খালেদ_মাশআলের_মায়ের_মৃত্যুতে_ইরানি_স্পিকারের_শোক
ফিলিস্তিনের ইসলামি প্রতিরোধ আন্দোলন হামাসের প্রধান খালেদ মাশআলের মায়ের ইন্তেকালে গভীর ও শোক সমবেদনা জানিয়েছেন ইরানের জাতীয় সংসদের স্পিকার ড. আলী লারিজানি।
(last modified 2025-09-29T12:37:45+00:00 )
সেপ্টেম্বর ০৭, ২০১৬ ১৩:১৬ Asia/Dhaka
  • স্পিকার ড. আলী লারিজানি
    স্পিকার ড. আলী লারিজানি

ফিলিস্তিনের ইসলামি প্রতিরোধ আন্দোলন হামাসের প্রধান খালেদ মাশআলের মায়ের ইন্তেকালে গভীর ও শোক সমবেদনা জানিয়েছেন ইরানের জাতীয় সংসদের স্পিকার ড. আলী লারিজানি।

খালেদ মাশআলকে পাঠানো এক শোকবার্তায় ড. লারিজানি বলেছেন, “আমি আপনার প্রাণপ্রিয় মায়ের মৃত্যুর দুঃখজনক খবর শুনেছি; অনুগ্রহ করে আপনি আমার সান্ত্বনা ও সমবেদনা গ্রহণ করুন।”

শোকবার্তায় ইরানের স্পিকার আরো বলেছেন, “আমি সর্বশক্তিমান আল্লাহর কাছে আপনার মায়ের জন্য একান্ত প্রার্থনা করছি এবং পরিবারের লোকজন যেন তাঁর মৃত্যুর শোক সইতে পারেন।”

গত শনিবার খালেদ মাশআলের মা ফাতিমা মাশআল জর্দানের রাজধানী আম্মানের একটি হাসপাতালে ইন্তেকাল করেন।

খালেদ মাশআল ১৯৫৬ সালে জন্মগ্রহণ করেন এবং তিনি কুয়েত বিশ্ববিদ্যালয় থেকে পদার্থ বিজ্ঞানে ব্যাচেলর অব সায়েন্স ডিগ্রি অর্জন করেন। ১৯৭১ সালে তিনি মুসলিম ব্রাদারহুডে যোগ দেন এবং পরবর্তীতে হামাস গঠিত হলে দীর্ঘদিন ধরে তিনি এ সংগঠনের রাজনৈতিক শাখার প্রধান হিসেবে কাজ করছেন। বর্তমানে খালেদ মাশআল কাতারে অবস্থান করছেন। এর আগে তিনি সিরিয়াতে ছিলেন#

পার্সটুডে/সিরাজুল ইসলাম/৭