ইরাকের বাগদাদে জোড়া বোমা হামলায় ৩৫ ব্যক্তি নিহত
ইরাকের রাজাধানী বাগদাদের একটি ব্যস্ততম শপিংমলে শক্তিশালী জোড়া গাড়ি বোমা বিস্ফোরণে তিন ডজন ব্যক্তি নিহত হয়েছেন। হামলায় বহু মানুষ আহত হয়।
নাম প্রকাশে অনিচ্ছুক ইরাকের এক নিরাপত্তা কর্মকর্তা জানিয়েছেন, গতকাল (শুক্রবার) মধ্যরাতের কিছুক্ষণ আগে বাগদাদের পূর্ব অংশে ফিলিস্তিন সড়কে অবস্থিত আল-নাখিল শপিংমলের গাড়ি পার্কিংয়ে বিস্ফোরক বোঝাই প্রথম গাড়িটির বিস্ফোরণ ঘটে। এর কিছুক্ষণ পরই বিস্ফোরক বোঝাই অন্য গাড়ি দিয়ে এক ব্যক্তি শপিংমলের বাইরে আত্মঘাতী হামলা চালায়।
ধারাবাহিক বিস্ফোরণের ফলে শপিংমলের বাইরে এবং এর পার্কিংয়ে থাকা বহু গাড়িতে আগুন ধরে যায় এবং বেশ কিছু গাড়ি ক্ষতিগ্রস্ত হয়।
নাম প্রকাশে অনিচ্ছুক বাগদাদ স্বাস্থ্য অধিদপ্তরের একটি সূত্র আরবি ভাষার আল-ফোরাত সংবাদ মাধ্যমকে জানিয়েছে, ধারাবাহিক এসব বোমা হামলায় ৩৫ ব্যক্তি নিহত এবং অন্তত ৪০ জন আহত হয়।
এখনো কোনো ব্যক্তি বা গোষ্ঠী এসব বর্বরোচিত হামলার দায়িত্ব স্বীকার করে নি। তবে এ ধরণের হামলার জন্য তাকফিরি সন্ত্রাসী গোষ্ঠী দায়েশকে দায়ী করা হয়ে থাকে।#
পার্সটুডে/বাবুল আখতার/১০
 
							 
						 
						