দক্ষিণ আলেপ্পোর উপকণ্ঠে আবার নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করল সিরিয় বাহিনী
(last modified Tue, 20 Sep 2016 08:15:18 GMT )
সেপ্টেম্বর ২০, ২০১৬ ১৪:১৫ Asia/Dhaka
  • দক্ষিণ আলেপ্পোর উপকণ্ঠে আবার নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করল সিরিয় বাহিনী

সিরিয়ার সেনাবাহিনী আজ (মঙ্গলবার) দেশটির উত্তরাঞ্চলীয় আলেপ্পো প্রদেশের আশ-শাকাইফ উপকণ্ঠের ওপর নিয়ন্ত্রণ পুনঃপ্রতিষ্ঠা করেছে। এর আগে আন-নুসরা ফ্রন্টের সন্ত্রাসীরা সেখান থেকে সেনাবাহিনীকে হটিয়ে দিয়েছিল।

রাশিয়ার সংহতি কেন্দ্র থেকে এ তথ্য দেয়া হয়েছে। এতে বলা হয়েছে, প্রচণ্ড লড়াইয়ের পর সিরিয়ার সরকারি বাহিনী আজ সকালে ওই এলাকায় নিজেদের নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করেছে। যুদ্ধে সিরিয় বাহিনীকে বিমান সহায়তা দিয়েছে রুশ অ্যারোস্পেস বাহিনী।

সন্ত্রাসী আন-নুসরা গোষ্ঠীকে ওই এলাকা থেকে হটিয়ে দেয়া হয়েছে বলে বিবৃতিতে উল্লেখ করা হয়। সংঘর্ষে অন্তত ৪০ সন্ত্রাসী নিহত হয়েছে। এ ছাড়া,জঙ্গিদের চারটি সাঁজোয়া গাড়ি এবং ভারী মেশিনগান বসানো সাতটি পিকআপও ধ্বংস হয়েছে।#

পার্সটুডে/মূসা রেজা/২০

 

ট্যাগ