পূর্ব আলেপ্পোর ৬০ ভাগের নিয়ন্ত্রণ এখন সরকারি বাহিনীর হাতে
-
আলেপ্পোয় সিরিয় বাহিনীর ট্যাংক
সিরিয়ার পূর্ব আলেপ্পোর শতকরা ৬০ ভাগ এলাকার নিয়ন্ত্রণ এখন দেশটির সরকারি বাহিনীর হাতে। ব্রিটেনভিত্তিক কথিত মানবাধিকার সংস্থা সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস এ তথ্য দিয়েছে।
সংস্থাটি জানিয়েছে, আজ (শনিবার) মিত্র যোদ্ধাদের সহায়তায় সিরিয়ার সরকারি সেনারা উগ্র সন্ত্রাসী গোষ্ঠীর কাছ থেকে পূর্ব আলেপ্পোর তারিক আল-বাব এলাকার নিয়ন্ত্রণ পুনরুদ্ধার করেছে। এছাড়া, আলেপ্পোর সরকার নিয়ন্ত্রিত এলাকা থেকে বিমানবন্দরের দিকে যাওয়া একটি সড়কের নিয়ন্ত্রণ নিয়েছে সরকারি সেনারা।
সিরিয়ার রাষ্ট্রীয় বার্তা সংস্থা সানা জানিয়েছে, সরকারি সেনারা কারাম আল-কাতেরজি, জাজমাতি ও হালওয়ানিয়া এলাকার নিয়ন্ত্রণ নিতেও সক্ষম হয়েছে। এসব এলাকা মুক্ত করার লড়াইয়ে বহু সন্ত্রাসী নিহত হয়।
সিরিয়ার সরকারি সেনাদের এই সাফল্যে বহু দেশ বিস্মিত হয়েছে। তারা সেই ২০১১ সাল থেকে সিরিয়ার সংকটে সন্ত্রাসীদের মদদ দিয়ে আসছে। সিরিয় সেনাদের এ বিজয়ের মধ্যে ফ্রান্সসহ কিছু দেশ আলেপ্পোয় যুদ্ধবিরতির প্রস্তাব দিয়েছে।#
পার্সটুডে/সিরাজুল ইসলাম/৩