আলেপ্পোর জঙ্গিদের ‘চূড়ান্ত সতর্কবার্তা’ দিল সিরিয়ার সেনাবাহিনী
-
পূর্ব আলেপ্পোয় টহল দিচ্ছে সেনাবাহিনীর ট্যাংক
সিরিয়ার উত্তরাঞ্চলীয় আলেপ্পো শহরে তৎপর জঙ্গিদের আত্মসমর্পনের জন্য চূড়ান্ত সতর্কবার্তা দিয়েছে দেশটির সেনাবাহিনী। হেলিকপ্টার থেকে পূর্ব আলেপ্পোয় বিলি করা এক লিফলেটে এ সতর্কবার্তা উচ্চারণ করে বলা হয়েছে, জঙ্গিরা আত্মসমর্পন না করলেও আগামী কয়েক সপ্তাহের মধ্যে সেনাবাহিনী গোটা পূর্ব আলেপ্পো দখল করতে পারবে।
তবে আত্মসমর্পন করলে জঙ্গিদের ক্ষয়ক্ষতি ও শাস্তি কম হবে বলে লিফলেটে উল্লেখ করা হয়েছে। এতে বলা হয়েছে, জঙ্গিরা যেন অস্ত্র সমর্পন করার পাশাপাশি আহত ব্যক্তি ও বেসামরিক নাগরিকদেরকে তাদের নিয়ন্ত্রিত এলাকা থেকে বেরিয়ে আসার সুযোগ দেয়।
এদিকে একজন সেনা কর্মকর্তা বলেছেন, গোটা পূর্ব আলেপ্পো পুনর্দখল করে সন্ত্রাসীদের নির্মূল না করা পর্যন্ত সেনাবাহিনীর অভিযান চলবে।
সিরিয়ার এক সময়কার বাণিজ্যিক রাজধানী আলেপ্পো গত চার বছর ধরে দুই ভাগে বিভক্ত ছিল। এর পূর্ব অংশ দখলে রেখেছিল বিদেশি মদদপুষ্ট জঙ্গিরা এবং পশ্চিম অংশ ছিল সরকারি সেনাদের নিয়ন্ত্রণে। গত কয়েক সপ্তাহের বড় ধরনের সেনা অভিযানে পূর্ব আলেপ্পোর শতকরা প্রায় ৬০ ভাগ এলাকা সেনাবাহিনী পুনর্দখল করেছে।

সেনাবাহিনী বলেছে, এখন পর্যন্ত এ অভিযানে শত শত সন্ত্রাসী নিহত হয়েছে। সেনাবাহিনীর ইঞ্জিনিয়ারিং কোরের সদস্যরা পুনর্দখলকৃত এলাকাগুলো থেকে সন্ত্রাসীদের পেতে রাখা বোমা ও মাইন অপসারণের কাজ করছেন। এ ছাড়া, এসব এলাকা যাতে সন্ত্রাসীরা আবার দখল করতে না পারে সেজন্যও সতর্কতামূলক ব্যবস্থা নেয়া হয়েছে।#
পার্সটুডে/মুজাহিদুল ইসলাম/৫